E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২০২৪ জুলাই ১০ ১৫:০২:০০
সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪- মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মোরশেদা খানম, অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, সার ডিলার প্রতিনিধি হেমায়েত হোসেন, মোশাররফ হোসেন তালুকদার প্রমুখ।

এসময় প্রত্যাক কৃষককে ৫কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন। উপজেলার ১৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামুল্যে এই সার ও বীজ পাবে।

(এএনএইচ/এএস/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test