E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বীজ আলু উৎপাদন নিয়ে অংশীজন প্রশিক্ষণ

২০২৪ জুন ২৬ ১৬:০০:৫৭
গোপালগঞ্জে বীজ আলু উৎপাদন নিয়ে অংশীজন প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে "মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মাননিয়ন্ত্রণ, বালাই ব্যবস্থাপনা ও নতুন জাতের সম্প্রসারণ” শীর্ষক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শহরের আলুবীজ হিমাগারের সভাকক্ষে বিএডিসি (টিসি) উপ-পরিচালকের সহযোগিতায় বুধবার দিনব্যাপী মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।

ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মহাব্যবস্থাপক (বীজ) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আবীর হোসেন।

বিশেষ অতিথির বক্ত্ব্য রাখেন অতিরিক্ত মহা-ব্যবস্থাপক ( সিডিপি ক্রপস ) কৃষিবিদ মোঃ মোশাব্বের হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার ও বিএডিসির নির্বাহী প্রকৌশলী (সেচ)প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম।

বিএডিসির উপ-পরিচালক (টিসি)কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রর ইনচার্জ ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মহসিন হাওলাদার, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, বিএডিসির সহকারী পরিচালক মোঃ ইমাম হোসাইন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রশিক্ষণে গোপালগঞ্জ ও নড়াইল জেলার চুক্তিবদ্ধ বীজআলু উৎপাদনকারী কৃষক-কৃষাণী এবং ডিলার সহ অংশীজনরা অংশ নেন।

(এমএস/এএস/জুন ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test