E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ডলুইছড়িতে হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন, ভালো দামে কৃষকের স্বস্তি

২০২৪ মার্চ ২৫ ১৮:৪৬:৫৮
ডলুইছড়িতে হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন, ভালো দামে কৃষকের স্বস্তি

রিপন মারমা, রাঙ্গামাটি : আবহাওয়া অনুকূল ও ফলন ভালো হওয়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন ডলুইছড়ি নোয়াপাড়া গ্রামে ৭০ বয়সে বৃদ্ধ শেরী মারমা তার নিজের উদ্যোগে এবারে প্রথম ভুট্টার চাষ করে বাম্পার ফলন হয়েছে। ভুট্টা কাটা, মাড়াই ও বিক্রির কর্মযজ্ঞ চলছে। ব্যস্ত সময় পার করছেন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা। প্রতি গাছে তিনটি করে ভুট্টা ফলণ হয়েছে। ভুট্টার চাষ করে তিনগুণ বেশি দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষক শেরী মারমা জানান, ১ একর জমিন থেকে ৪০-৪২ মণ ভুট্টার ফলন হয়েছে।ভুট্টা চাষে ১ একরে জমিতে খরচ হয়েছে সাড়ে ১৩ হাজার টাকা। আর ১ একরে জমিনে চাষ করা ভুট্টা বিক্রি হবে ৫০ হাজার টাকারও বেশি।

কাপ্তাই উপজেলা ভুট্টাচাষিরা জানান, ধানের চেয়ে ভুট্টা চাষে খরচ অনেক কম। ভুট্টা চাষে ফলন ও লাভ বেশি। তা ছাড়া সার ও বালাইনাশক ওষুধ খুব একটা বেশি দেওয়া লাগে না। সেচের খরচও খুবই কম। আবহাওয়া অনুকূলে থাকলে একবার সেচ দিলেই চলে। ভুট্টা চাষে সফলতা দেখে এখন অনেক কৃষকই ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) ইমরান আহমেদ জানান, দেশে বাণিজ্যিকভাবে ধান, মাছ, চাষ ও গবাদিপশু পালন বেড়েছে। এতে খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভুট্টার। তাই শস্যটির চাহিদাও থাকছে বছরজুড়ে। ভালো দাম পাওয়ায় প্রতিবছর কৃষকেরা ঝুঁকছেন ভুট্টা চাষে। এ বছর কাপ্তাই উপজেলা ৪০ হেক্টর জমিতে প্রায় ২৫০ জন কৃষক ভুট্টা চাষ করেছে, যা গত বছরের চেয়ে বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় ভুট্টাচাষিরা সফলতা পেয়েছেন। ফলে ভুট্টা চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ভুট্টার ব্যাপক চাহিদা আছে। কারণ, ভুট্টা পোলট্রি এবং ফিশ ফুডে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে।

(আরএম/এসপি/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test