E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

২০২২ অক্টোবর ২৩ ১৪:৩৩:২৬
শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

সোহেল রানা, শেরপুর : 'অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে'এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় শেরপুরে ৩দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর রবিবার দুপুরে সদর উপজেলা চত্বরে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। আয়োজকরা জানান, ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা ও কৃষির বৈচিত্র উৎপাদনে কৃষকদের আরও বেশি এগিয়ে আসার আহবান জানান। তারা আরও বলেন, এখন দেশে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা কৃষি কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ভাগ্য বদল করেছে। কৃষি মেলার মাধ্যমে যাঁরা এখনও বেকার রয়েছে তাদের উৎসাহিত করে কৃষি কাজে সম্পৃক্ত করলে বেকারত্ব অনেকাংশে কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। আধুনিক কৃষিতে শিক্ষিত যুবক-যুবতীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন প্রমুখ।

কৃষি মেলা সম্পর্কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ১০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে।

(এসআর/এএস/অক্টোবর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test