E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনা : বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে হাওরাঞ্চলের কৃষকরা 

২০২০ মার্চ ২৮ ১৭:১৬:৫৫
করোনা : বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে হাওরাঞ্চলের কৃষকরা 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : একদিকে হাওরের বোরো ফসল ঘরে তোলা নিয়ে সংশয়, অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ। এই দুই নিয়ে দুশ্চিন্তায় আর আতঙ্কে দিন কাটাচ্ছেন মদন উপজেলার হাওরাঞ্চলের কয়েক হাজার কৃষক পরিবার। এক ফসলী বোরো ধান কেটে গোলায় উঠাতে পারবে কিনা এ নিয়ে  অনিশ্চিয়তায় ভোগছেন তারা।

কৃষকের কঠোর পরিশ্রম আর শ্রমের ঘামের একমাত্র ফসল এখনো হাওরে। এরই মধ্যে কৃষকের কষ্টার্জিত সোনালি বোরো ফসল শীষ শেষে ধানে রূপান্তরিত হয়েছে। চৈত্র মাসের শেষের দিকেই ধান কাটা শুরু হওয়ার কথা রয়েছে বলে একাধিক কৃষকরা জানান।

হয়ত অল্প কয়দিনের মধ্যেই সোনালী ফসল কৃষকের ঘরে উঠার কথা রয়েছে । কিন্তু সেই ফসল ঘরে তোলা নিয়ে সংশয় আর সাম্প্রতিক সময়ের করোনা ভাইরাস নিয়ে দুশ্চিন্তায় আর আতঙ্ক যেন কাটছেই না হাওরাঞ্চলের কৃষকদের।

হাওরাঞ্চলের একাধিক কৃষক জানান, বিগত বছরগুলোতে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়া ধানের মূল্য কম থাকার কথা মনে করেই আমরা অনেকটা দুশ্চিন্তায় আছি। অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে এ বছর ধান কাটার শ্রমিক পাওয়া যাবে না। এছাড়া আমরা নিজেরাও সংঘবদ্ধভাবে ধান কাটতে পারব না করোনা আতঙ্কে। ফলে হাওরের ধান কিভাবে ঘরে উঠবে এ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই।

উপজেলার কৃষক অফিস সূত্রে জানা যায়, এবার বোরো আবাদ করা হয়েছে ১৭ হাজার ২৫০ হেক্টর ।

উপজেলা তলার হাওরের কৃষক মহন মিয়া, আল্লাদ মিয়া, আহম্মদ জানান, করোনা আতঙ্কের কারনে এ বছর ধান কাটার শ্রমিক পাব না। যারা নিয়মিত ধান কেটে দিত এবার তারা আসবে না। এক্ষেত্রে কৃষি বিভাগ যদি শুরুতেই পর্যাপ্ত ধান কাটার মেশিন সরবরাহ করে রাখে তাহলে শ্রমিক সংকট কিছুটা দূর হবে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষক খসরু রুমান,তিয়শ্রী ইউনিয়নের কৃষক শাহাজাহান,ও মাঘান ইউনিয়নের কৃষক দুলাল মিয়া বলেন, ঘরে ধান তোলার আগ পর্যন্ত আমাদের দুশ্চিন্তার শেষ নেই । কিন্তু এবার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে হাওরের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ফলে শ্রমিক পাব না। সবার মনে রয়েছে আতষ্ক এই আতঙ্ক চলমান থাকলে আমাদের ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে।

শ্রমজীবী শ্রমিক মদন দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার হোসেন,বাঘমারা গ্রামের হছর উদ্দিন,হাসনপুর গ্রামের কালা মিয়া জানান, আমরা বর্তমানে বসে আছি। করোনার ভয়ে বাড়ি থেকে বের হইনা। কিভাবে পরিবার চলবে তাও ভেবে পাইনা। আমরাত রতের উপর লক্ষি। আমরা মূলত বৈশাখ মাসের দিকে তাকিয়া থাকি। ধান কাটব। বছরের ৮/৯ মাসের রোজগার করব। এবার মনে হয় ধানেই কাটতে পারব না। পরিবার পরিজন নিয়ে কিভাবে চলব ?

কৃষি অফিসার মোঃ নাজমূল হাসান বলেন, বোরো ধান কাটতে আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে। আমরা আশা করছি এর আগেই করোনা ভাইরাস থেকে দেশ রক্ষা পাবে। আর যদি এভাবেই থাকে তা হলে শ্রমিকরা নিদিষ্ট দূরত্ব বজায়ে রেখে ধান কাটতে হবে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে ৫০ পার্সেন্ট পরিশোধের মাধ্যমে ধান কাটার মেশিন দেওয়ার ব্যবস্থা রয়েছে । আমি মনে করি এতে ধান কাটার শ্রমিকের সমস্যা হবে না।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান বলেন, কৃষকদের ধান ঘরে তোলার স্বার্থেই সরকার ধান কাটার মেশিনের ব্যবস্থা করছে। ধান কাটার সময় আরো কিছু দিন রয়েছে। অচিরেই করোনা ভাইরাস থেকে এ দেশ রক্ষা পাবে। তাই শ্রমিক সংকট হবে না বলে আমি মনে করি।

(এএম/এসপি/মার্চ ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test