E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বইমেলায় রহিম আব্দুর রহিমের ‘তিতা মিঠা কড়া কথা’

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৫:১৭:৫৯
বইমেলায় রহিম আব্দুর রহিমের ‘তিতা মিঠা কড়া কথা’

স্টাফ রিপোর্টার : প্রথা বিরোধী সব্যসাচী লেখক, রহিম আব্দুর রহিম'র 'তিতা মিঠা কড়া কথা' বইটির প্রকাশক অভিযান। প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। যার মুখবন্ধ লেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো.আখতারুজ্জামান।

বইটি একুশের বই মেলায় বিশ ফ্রেবুয়ারি থেকে পাওয়া যাবে অভিযান প্রকাশনার নিজস্ব স্টল, ৫০ নম্বরে। মূল্যঃ ৭২০টাকা। বইয়ের কোথায় ওঠে এসেছে লেখকের শতসহস্র দ্রোহ, আবার কখনও প্রকাশ পেয়েছে মানব ও দেশ প্রেম, প্রতিধ্বনি হয়েছে সমাজ সংস্কারের শ্লোগান। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিকথাও স্থান পেয়েছে ।পুলিশ প্রশাসনের ভেতরে বাহিরের অজানা অনেক তথ্যই রয়েছে বইটিতে।

লেখক তাঁর জেলাজীবনের 'জেলখানার আদিপ্রান্ত' অকপটে তুলে ধরেছেন। রয়েছে বেশ কিছু ভ্রমণ কাহিনী। বিগত আমলের অগণতান্ত্রিক, স্বৈরাচার সরকারের নিপীড়ন নির্যাতন ও গণ বিরোধী কর্মকান্ডের চিত্রও তাঁর লেখায় স্পষ্ট হয়েছে।কোভিডকালীন স্রোতের বিপরীতে তাঁর কলম চলেছে সমান্তরাল। পাঠক বইটিতে সব ধরনের রস খুঁজে পাবেন এধারনা অমূলক নয়।

(আর/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test