ফিরে দেখা: শৈশবের বৈশাখ

রহিম আব্দুর রহিম
আমরা তখন খুবই ছোট। গাঁও গেরামের শিশু-কিশোররা দল বেঁধে চলাফেরা করতাম। ফাঁকা জায়গা, নদীর পাড়, গাছের নিচে ছিলো আড্ডাস্থল। ঋতু চক্রের কিছুই বুঝতাম না। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে স্কুল ফেরা, নদীতে লাফ-ঝাঁপ সাঁতার কাটা, সেকি মজা! এই বৃষ্টিভেজা দিন শেষ হতে না হতেই বিলে ঝিলে শাপলার সমাহার। তাল গাছে পাঁকা তাল, শূভ্র সকালে হিন্দুদের দুর্গোৎসবের কাশর ঘন্টায় আমাদের শৈশব কাটতো। ঠোঁট ফাটা রোদে বসে পিঠা-পুলির আসরের কাহিনী কে না জানে?
ঘরে ঘরে ভাঁপা, চিঁতই, পাঁটিসাপটা, পুলি-পিঠাসহ নানা রকমের পিঠা। মিলতো খেজুরের রস। ক্ষেত খামারে কপি, বেগুন, পালং, মটরশুঁটি। বিল হাওরে কৈ মাগুর, সিং মাছের মাতামাতিতে কে না মেতেছি। রাতের পল্লীতে যাত্রাপালার বৈরাগী রাগের বাদ্যযন্ত্রের সুর শোনেছি, দেখেছি যাত্রাপালা, গ্রামের নেটোরদলের আলোমতি, রূপবান, সাগরভাসার মত পালার অভিনয়, নাচগানের আসর জমজমাট ছিলো। নদীর ধারে কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য! আহ্, আস্তে আস্তে গাছের পাতা ঝরার পালা, নতুন পাতায় পল্লবীর সবুজরূপে কোকিলের কুহুতান ভেসে আসতো কানে। প্রচন্ড রোদ, ভেপসা গরম চৈত্রের আগমন।
চলছে চৈত্র, ফসলের ফাঁকা মাঠে আমার ঘুড়ি উড়াতাম, রাখালরা মাঠে গরু চড়ানো শেষে যখন ঘরে ফিরতো, তখন আমরা তাদের সাথে মিশে যেতাম, পিছু নিতাম গরুর পালের, এক হাতে ঘুড়ি, অন্য হাতে রাখালের কাছ থেকে ধার করা পাজুন (গরু তাড়ানোর লাঠি) নিয়ে বাড়ি ফিরতাম। ধুলোমাখা সারা শরীর, এই অবস্থায় মায়েরা বাড়িতে ঢুকতে দিতো না, আর এই ঢুকতে না দেওয়াকে ইস্যু করে নদীর অল্প পানিতে সন্ধায় নামতাম গোসল করতে। রাতের বেলায় গোসল! এই নিয়ে মায়ের পিটুনি, এখন গা শিউরে ওঠে! হঠাৎ একদিন সন্ধ্যায় গ্রামের প্রতিটি বাড়িতে হৈ-হল্লোর, ঘরের কেউ মশাল, কেউ পাট খড়িতে কেউ আবার খড়ের ভুতিতে আগুন দিয়ে ধোঁয়া জ্বালিয়ে বাইরে আসছে, সারা গ্রাম ঘুরে বিশাল কৃষি মাঠের ফাঁকায় অসংখ মশালের সমারোহ, কারণ আজই নাকি সারাবছরের দুঃখ, কষ্ট, রোগ-ব্যাধি, আপদ বিপদ তাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ, সকাল হলেই বছরের প্রথমদিন বৈশাখ মাস। এই দিন কারো সাথে ঝগড়া-ঝাটি করা যাবে না, কারো কাছ থেকে কোন কিছু বাকী-বকরাও নেওয়া যাবে না। এই দিন যা করবো, তা সারা বছরই আমাদের পিছু নেবে। তাই মায়েরা আমাদের ভালো কিছু করতে বলতেন।
অপরদিকে বাড়ি বাড়ি ঘরদুয়ার মোছামুছির কাজ, ব্যবসায়ীদের হালখাতা, সবচেয়ে বেশি মজা হতো প্রতিবেশী হিন্দু বাড়ির মাসি, পিসিদের হাতের চিড়া, মুড়ির নাড়ু, সুস্বাদু পায়েস খাবারে। এতো গেলো পাড়া প্রতিবেশির প্রতিদিনে সম্প্রীতির কাজ। নববর্ষের সবচেয়ে ঐতিহাসিক বিষয়টি হচ্ছে, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্র বৈশাখ জুড়ে বসা দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মেলা।আজ এখানে তো, কাল ওখানে। মেলায় ঘোড়ার দৌঁড়, ষাড়ের লড়াই, মইদৌঁড় হতো। চলতো লাঠি খেলা। রাতের মেলায় যাত্রাপালা, কবি, জারি, গম্ভীরা, গাজীর গান হতো। চলতো পুতল নাচ, নাগরদোলা, প্রদর্শিত হতো সার্কাস। ওই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো বায়স্কোপ। কোন কোন মেলায় আয়োজন হতো ১৬শ মিটার দৌঁড়। যে সময় সারা বাংলাদেশে ১৬টি ডিস্ট্রিক্ট, ঠিক সময় আমরা তিনজন আমি, বন্ধু আন্টু (বর্তমানে অবসরপ্রাপ্ত সৈনিক) ছাতারকান্দি-ধনবাড়ি, তোলা (বর্তমান ব্যাংকার) পোড়াবাড়ি মধুপুর। আমরা তিনজন এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য চষে বেড়াতাম জামালপুর, মধুপুর, ধনবাড়ি, সরিষাবাড়ি, মুক্তাগাছা, টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলাগুলোতে।
এই প্রতিযোগিতা অংশ গ্রহণ করে আমি প্রথম হতাম, তোলা দ্বিতীয় এবং আন্টু তৃতীয় হতো। কখনও এই রেজাল্ট পরিবর্তন হলে, তাতে আন্টু দ্বিতীয় এবং তোলা তৃতীয় হতো, আমার রেজাল্ট প্রথমই থাকতো। উল্লেখ্য, ওই সময় (৮০ দশকে)র জাতীয় মাধ্যমিক স্কুল অ্যাথলেট্রিক্স প্রতিযোগিতায় আমি দু-দুবারের ময়মনসিংহ জেলায় চ্যাম্পিয়ন রানার ছিলাম। ছিল সার্টিফিকেট, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় যা নষ্ট হয়েছে। যা বলছিলাম, আমাদের শৈশবকালের প্রকৃতির পরিবর্তনই বলে দিতো ঋতুর আসা যাওয়া। তবে বৈশাখ যে আমাদের চিরচেনা অসাম্প্রদায়িক মহোৎসব এটা বুঝতে পেরেছি শৈশবকালেই।
এই উৎসব জাত-পাত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টার্ন কারো একার নয়, এই উৎসব দলমত নির্বিশেষে সকলের প্রাণ, মন, অন্তর এবং জীবন সম্পৃক্ত মহোৎসব। যা কোনকালেই ক্ষয়ে যাবার নয়, ধ্বংস হবার নয়। তবে এর আচার-আচরণ, গতি প্রকৃতি অত্যাধুনিক জগতের সাথে তাল মিলিয়ে পরিমার্জন হতেই পারে, তবে তা পরিবর্তন হতে পারে না। নববর্ষের বৈশাখে প্রত্যাশা এবং কামনা, সবার জীবনে ফিরে আসুক প্রাণান্ত শৈশব, মানবতার বারতা, সম্প্রীতির হারানো উপাখ্যান এবং মাটি মানুষের পবিত্র সানিধ্য।
কলামিস্ট: নাট্যকার ও গবেষক।
পাঠকের মতামত:
- সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উদযাপন
- শ্রীনগরে বিএনপির আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা
- পঞ্চগড়ে ষড়ঋতুর ঘুড়ি উৎসব
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- মিরপুরে আওয়ামী লীগ নেতার জবরদখলে থাকা দোকান ঘর ফের দখলের চেষ্টা ইউনুসের
- বন্দীদের নিয়ে কারাগারে বাংলা নববর্ষ উদযাপন
- জুলাই গণহত্যা: অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
- ‘সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদ যেন আর ফিরে না আসে’
- সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
- ‘নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা’
- ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ
- মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- ‘নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া’
- ‘আ.লীগের মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে’
- ‘সবার সহযোগিতায় ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল’
- নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
- পাংশায় আড়ম্বরে বিএনপির পহেলা বৈশাখ উদযাপন
- পহেলা বৈশাখে পাংশা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন
- পশ্চিমাঞ্চল রেলওয়ের ৫ ট্রেনের যাত্রা বাতিল
- মেয়ে পরিচয়ে মোবাইলে প্রেমের সম্পর্কে যুবক অপহরণ, গোপালগঞ্জ থেকে উদ্ধার
- হাতি-ঘোড়া নিয়ে ঈশ্বরদীতে বর্ষবরণ
- নগরকান্দায় সেজেছে হাসি মুখে বাংলা নববর্ষ
- নববর্ষ উপলক্ষে চাটমোহরে ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা
- ঝিনাইদহে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
- ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা
- পাইওনিয়ার ফাইভজি পার্টনার অ্যাওয়ার্ড পেলো হুয়াওয়ে বাংলাদেশ
- মদন প্রেসক্লাবের কমিটি গঠন
- মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
- যাঁর সাহসে স্বপ্ন ছুঁ'লো দেশ
- প্রতি মুহূর্ত মৃত্যু ঝুঁকি নিয়ে চলে একটি শরণার্থী পরিবার
- করোনার ঝুঁকি সত্ত্বেও পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
- নোয়াখালীর সুবর্ণচরে কৃতি ছাত্র সম্মাননা
- উকিলের বুদ্ধি
- রবীন্দ্রনাথ ঠাকুর’র কবিতা
- ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন
- ভোলার তজুমদ্দিনে সরকারি খাল বিক্রি, নীরব প্রশাসন
- মিয়ানমারে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১৪৪
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ১
- মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন আছে ‘চিকিৎসা’ নেই
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন কুষ্টিয়ার মিঠুন আলী
- ঝালকাঠির দুইটি আসনে নৌকার জয়
- ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস
- নীলফামারীতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর
- ঈশ্বরদীতে বইছে মৃদু তাপপ্রবাহ