E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ মে ০৪ ০০:৩৯:৫২
জেনে নিন রবিবারের রাশিফল

মেষ: (২১মার্চ২০এপ্রিল)

আপনার সহনশীলতা আপনাকে সুবিধাজনক অবস্থানে দাঁড় করাবে। কোনো সমস্যার মুখোমুখি হলে ধীরে চলার নীতি গ্রহণ করুন। পারিবারিক কোনো ব্যাপারে আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। পারিবারিক সমস্যায় ভেঙে না পড়ে রুখে দাঁড়ান।

বৃষ: (২১এপ্রিল২১মে)
আজ মানুষকে বোঝানোর দক্ষতা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। আপনার বিরোধিতায় মুখর হবে ঘনিষ্ঠ মানুষরা। যোগাযোগ রক্ষা করতে গিয়ে অতিরিক্ত ব্যয় হতে পারে। কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে পারবেন। সন্তান নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।


মিথুন: (২২মে২১জুন)
সময়ে পৌঁছুতে না পারা নিয়ে কর্মক্ষেত্রে সমালোচনার শিকার হতে পারেন। কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়াতে পারেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। গোটা দিন কাটবে কিছু শুভ কিছু অশুভ ঘটনা নিয়ে। তবে সন্তান নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন।


কর্ক: (২২জুন২২জুলাই)
আজ আপনি যে কাজেই যুক্ত থাকুন না কেন উচ্চাশা পূরণের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তবে আজকের দিনে কারো উপর বেশি নির্ভর করলে বিপদে পড়বেন। আজকের দিনে যেকোনো অপ্রীতিকর পরিবেশ এড়িয়ে চলুন। অর্থলাভের যোগ আছে।


সিংহ: (২৩জুলাই - ২৩আগস্ট)
শুভযোগ আপনার কাছে আসা সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে। শুভ পরিবর্তনের মাধ্যমে উদ্যম বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের পর অশুভ যোগ দেখা দিতে পারে। পুরনো পাওনা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


কন্যা: (২৪আগস্ট২৩সেপ্টেম্বর)
প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে আপনি সবার কাছে সম্মান আদায় করে নেবেন। অপ্রতিহত বাধা এলেও বুদ্ধির মাধ্যমে আপনি তার মোকাবিলা করতে পারবেন। ভাগ্যবলে অর্থকরী সহায়তা লাভ করবেন। কাজের জন্য সুখ্যাতি লাভ করবেন। পরিবারের সদস্যরা আজ আপনাকে নিয়ে গর্ববোধ করবে।


তুলা: (২৪সেপ্টেম্বর২৩অক্টোবর)
পরিবেশ মোটামুটি স্বপক্ষে থাকলেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। বিদ্বজ্জনেরা শত্রুর মতো ব্যবহার করবে। অন্যের করা কোনো ভুল যদি সরাসরি আপনার ক্ষতি না করে তবে আজকের দিনে তা নিয়ে কথা না বলাই শ্রেয়। যেকোনো ধরনের প্রস্তাব এলে সেটি পরিবারের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেবেন না।


বৃশ্চিক: (২৪অক্টোবর২২নভেম্বর)
কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে কিছু করানোর চেষ্টা করলেও আপনি তাতে নিরাশ হবেন। দিনের প্রথমভাগে বিরুদ্ধ পরিস্থিতি থেকে শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন।


ধনু: (২৩নভেম্বর২১ডিসেম্বর)
বিশেষ কোনো যোগাযোগ আপনার কর্মব্যস্ততা বাড়াবে। আপনার কাজের প্রতিদান যেটুকু পাবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন।


মকর: (২২ডিসেম্বর২০জানুয়ারি)
আজকের দিনে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না। সহোদরস্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ এবং স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।


কুম্ভ:(২১জানুয়ারি১৮ফেব্রুয়ারি)
বেলা যত গড়াতে থাকবে তত সমস্যা বাড়তে থাকবে। মন স্থির রাখতে চেষ্টা করলেও আপনার সামনে এমন কিছু কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনি বিচলিত হয়ে পড়বেন। আজকের দিনে কর্ম সংক্রান্ত খবর আসতে দেরি হয়ে যাবে, তবে খবর আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র খবরের মুখোমুখি হতে হবে।


মীন: (১৯ফেব্রুয়ারি২০মার্চ)
আজকের দিনে যশ ভাগ্য বেশ শক্তিশালী থাকবে। বন্ধু স্থানীয় কারো সৎ পরামর্শে উন্নতি লাভ করবেন। কোনো তৃতীয় ব্যক্তির সহায়তায় অল্প কিছু আর্থিক লাভ হতে পারে। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। কাজের অগ্রগতি না হওয়া নিয়ে অন্য কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ হবে না।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test