E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন সোমবারের রাশিফল

২০১৪ অক্টোবর ২০ ০৭:৪৩:২৫
জেনে নিন সোমবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):অনেক ভেবেছেন, উপায় মিলছে না কোনমতেই। ঠাণ্ডা মাথায় চিন্তা করুন। উত্তেজিত হলেই সর্বনাশ। অর্থাৎ আজ আপনাকে পালন করতে হবে ধীর মস্তিষ্কে বুদ্ধিমানের ভূমিকা। পারিবারিক সমস্যার সমাধান মিলতে পারে।প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের জন্য প্রচেষ্টার রাস্তা কমে যাবার সম্ভাবনা।মানে সহজ, ভাগ্য সুপ্রশন্ন। মেষ রাশির জাতক-জাতিকার কেউ কেউ আজ বিদেশ যাবার সুযোগ পেয়ে যেতে পারেন। অর্থ ভাগ্য শুভ।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): মাঝে মাঝে সামান্য মনোমালিন্য স্বাভাবিক ব্যপার।বন্ধুদের সঙ্গে বিবাদ মিটিয়ে নিন। কারণ বিপদের সময় তারাই আপনার পাশে আগে ছুটে আসবে। কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতার সম্মুক্ষিণ হতে পারেন। ধার দেয়া অর্থের কিছু কিছু ফিরে আসতে পারে। বেকারদের কেউ চাকরীর সন্ধান পেতে পারেন। তবে সাবধান।আগ থেকেই ঠিক করুন চাকরীটি আপনার আশা কতোটা পূরণ করতে সক্ষম।প্রেমিকার মান ভাঙাতে কিছু সময় ও অর্থ খসতে পারে।যেহেতু বৃষ জাতক হিসেবে আপনি এমনিতেই রোমান্টিক, তাই প্রিয় ব্যক্তির সঙ্গে করতেই পারেন কিছুটা রোমান্স। তাই মান ভাঙানোর ব্যাপারটা সহজ হয়ে যাবে আপনার জন্য।আজকের দিনটাতে দূর যাত্রা না করায় ভাল।বেকারদের কেউ বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন।

মিথুন (মে ২১- জুন ২০): বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবার সুযোগ আসতে পারে। তবে সামাজিক দৃষ্টিতে আপনি যেহেতু বেশ উদার তাই বন্ধুদের সঙ্গে কার্পণ্য নয়। অফিসে বসের ঝাড়ি খাবার সম্ভাবনা আছে। তাই আগে থেকেই একটু সাবধান থাকবেন যেন কোন কাজে ত্রুটি না থাকে।আজ টুকিচাকি ঝামেলা কেন জানি পিছু ছাড়তে চাইছে না আপনার। রাস্তা পার হবার সময় ভালোভাবে দেখে পার হোন। তবে দুশ্চিন্তার কারন নাই। আকাশে হালকা মেঘ জমে আবার বাতাস এসে তা উড়িয়ওে নিয়ে যায়।অর্থভাগ্য শুভ। বেকারদের প্রচেষ্টা অব্যাহত রাখুন, সামনে খুশির খবর অপেক্ষা করছে। তাই বলে প্রিয় মানুষকে কোথাও অপেক্ষায় রাখবেন না।চেষ্টা করুন যথাসময়ে তার সঙ্গে দেখা করার।

কর্কট (জুন ২১- জুলাই ২২): সকাল থেকেই কাজের চাপে মাথা ঝিম ধরে আছে।কর্মক্ষেত্রেও তেমন ভাল কিছু হচ্ছে না। দারুন অর্থকষ্ট যাচ্ছে ইদানিং। এককথায় দিশেহারা অবস্থা।চিন্তা না করে অভিজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করুন।যে কাজটি আপনার খুবই ভাল লাগে তাই করবেন। পারলে দূরে কোথাও থেকে ঘুরে আসুন।মন ফ্রেশ হবে। মনে রাখবেন আপনি একজন সৃষ্টিশীল মানুষ।প্রিয় মানুষের সঙ্গে আজ দেখা নাও হতে পারে।মন খারাপ হবার কারন নেই। আপনার সঙ্গে তো তার সম্পর্ক খারাপ নয়।দিন শেষে বড় কোন কাজের সন্ধান পেতে পারেন।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): একটু বাড়তি অর্থ পেলে কার না ভালো লাগে।এই আনন্দে ঘুরে আসতে পারেন শপিং থেকে।সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখোমুখি হবেন। দীর্ঘদিন ধরে চাকরি করে থাকলে এবার একটু ব্যবসায়ের দিকে মনোযোগ দিতে পারেন। কারণ আপনার ব্যবসায়ীর ধাত। তাই বলে হাল ছেড়ে দেবেন না। যার জন্য এতোদিন অপেক্ষা করে ছিলেন তার দেখা পেলেই তবে সম্পর্কে জড়ান। রাশি অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বেশ ভালো।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন। কন্যা রাশির জাতক-জাতিকা হিসেবে আপনি বরাবরই হাসিখুশি আর প্রাণচঞ্চল। সেই প্রাণচঞ্চলতা আরো বাড়িয়ে দিতে পারে কোনো একটা সুসংবাদ। অফিসে সহকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করুন। কারণ অফিসে আজ আপনাকে মাসিক পরিকল্পনা পেশ করতে হবে। কিছুদিন অর্থের টানাটানিতে থাকবেন, যদিও অর্থ আপনার ভাবনা নয়। আপনার ভাবনা জুড়ে যে সৃষ্টিকর্ম, সেদিকেই এগিয়ে যান।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ শারীরিক ও মানসিক চাপে আপনাকে বিধ্বস্ত করে দিতে চাইবে নিয়তি। তবে ভালোবাসার সত্যিকার উষ্ণতা আপনাকে ঘিরে থাকবে। কর্মক্ষেত্রে আপনার হাতে নির্ভর করবে অনেক সহকর্মীর ভবিষ্যৎ। পারিবারিক সম্পর্কের সূত্রে কিঞ্চিত অর্থাগম হতে পারে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ প্রিয় মানুষদের দেখা হয়ে যেতে পারে কোনো পাবলিক বাসে। আজ ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু দূরত্ব রাখতে ইচ্ছে করবে: অভিমানঘটিত ব্যাপার। কর্মক্ষেত্রে যাদের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি আরও একটু সহনশীল হতে পারেন। ভালো ফল দেবে। অর্থাগম শুভ।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): নিজের কাজের জন্য কাউকে জবাবদিহীতার প্রশ্নই ওঠে না।তাই নির্ভয়ে করুন আপনার কাজ।সম্মানের স্বীকৃতি আসবেই।ভালোবাসার মানুষটিকে উপহার দেয়া ছাড়াই সে ভেঙে ফেলতে পারে অভিমান, আর সন্ধ্যাটা হবে দারুণ প্রেমময়। কর্মক্ষেত্রে আইনত যিনি আপনার জবাবদিহিতা নিতে পারেন না, তার কাছে জবাবদিহিতা বন্ধ করুন।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আজ হবে সুফীবাদী প্রেম, যেখানে শুধু আত্মা সুঘ্রাণ ছড়াবে। আর প্রেমে শরীরের নয় বরং হৃদয়ের ব্যবহারের ষোলকলা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে পুরনো কোনো প্রকল্পে সরাসরি আপনি হাত রাখবেন না, কারও মাধ্যমে রাখুন। অর্থাগম শুভ।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ কাছের মানুষটিকে কাছে পাবার ব্যকুল ইচ্ছা তাড়া করতে পারে ভীষণ রকম। তাই বলে কাজ ফেলে তার সঙ্গে দেখা করতে যাওয়া ঠিক হবে না।কর্মক্ষেত্রে পাবেন দারুন প্রশংসা। অল্প দিনের মধ্যেই ঊর্ধ্বতনের দৃষ্টি আকৃষ্ট হবে। পারিবারিক কারণে অর্থাগম ঘটতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আপনাকে যারা ভালোবাসে তারা নিরাপদে থাকবে এবং আপনাকেও নিরাপদে রাখবে। ভালোবাসার মানুষটিকে প্রেম তো দিলেন, কিন্তু বন্ধুগুলোকে অভুক্ত রেখে আর না এগোনোই ভালো। কর্মক্ষেত্রে আপনাকে হুড়োতাড়ায় ফেলে দিতে পারে কোনো সহকর্মী। তার ফাঁদে পড়ে কাজে ভুল করে বসবেন না। বন্ধুর সূত্রে অর্থব্যয়।

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test