E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন শুক্রবারের রাশিফল

২০১৪ অক্টোবর ১৭ ০৮:১৯:৫৩
জেনে নিন শুক্রবারের রাশিফল

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯):শুরুটা যেমনই হোক এগিয়ে যান পুরো উদ্যামে। নিশ্চয় শেষে ভাল কিছু অপেক্ষা করছে আপনার জন্য। শারীরিক কোনো বৈশিষ্ট্যের কারণে আলোচিত হতে পারেন। রাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কোনো চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করুন। অর্থকড়ির আভাস স্পষ্ট। প্রেমিকার মান ভাঙাতে সরি বলায় দোষ কি? পরিবারের সবার কাছে সমাদর পাবেন।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০): জিদ থাকা ভালো। কারণ কাজে সফল হতে এর বিকল্প নেই। কিন্তু বেশি জিদ আপনাকে কিছু থেকে বঞ্চিত করতে পারে। তাই সাবধান! ভাল কাজের জন্য জিদ করুন। দূরে থাকুন তৃতীয়পক্ষীয় মানুষের কাছ থেকে, যারা মধ্যস্বত্বভোগী। কর্মক্ষেত্রে নেতিবাচক কোনো মনোভাবকে প্রশ্রয় দিয়েছেন তো মরেছেন। অর্থভাগ্য শোচনীয়। অপরিচিত কারোর পরিচয়ে মুগ্ধ হতে পারেন।

মিথুন (মে ২১ – জুন ২০): মিথুনের জাতক জাতিকার জন্যে দিনটি বৃষ্টিবান্ধব। যেখানেই যান, বৃষ্টি আপনাকে তাড়া করবে। যদি আকাশে কড়া রোদ ঝলসাতে থাকে, তারপরও বৃষ্টি নামবে, মনে। সুতরাং বলাই যাচ্ছে, প্রেমযোগ আজ অসাধারণ। দারুণ এক চা-সন্ধ্যার জন্যে অপেক্ষা করতে থাকুন। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। অর্থভাগ্য পর্যাপ্ত অনুকূল।

কর্কট (জুন ২১ – জুলাই ২২): কর্কটের সৃজনশীলতায় বাধা পড়ছে। তবে পরিবেশ বদলের কারণে আজ বান ডেকে যাবে। এটাকে কাজে লাগান। ভালোবাসার মানুষের জন্যে বুকে কোনো সন্দেহ পোষণ করে থাকলে বিদেয় করে দিন। সন্দেহকে, মানুষটিকে নয়। আপাতত বেকারত্বের বন্ধ্যা সময় পার হতে থাকলেও ধৈর্য রাখুন। শিগগিরই কেটে যাবে বন্ধ্যাত্ব। অর্থভাগ্য মোটের ওপর নয় মন্দ ধরনের।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): কীসে কীবা যায় আসে অফুরন্ত সময় হাতে, লেগে যান মজে যান, তুলে আনুন সাফল্য। দ্রুত নিজেকে সরিয়ে নিন আসন্ন কাজ থেকে যে কাজটি অর্থ বিনিয়োগ ছাড়াই করতে চাইছিলেন। বন্ধুদের আসরে আজ আপনাকে সঙ বানানো হবে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়ে যাবে। শিক্ষাখাতে অর্থ খরচ হয়ে যাবে। ঘটবে না অস্বস্তিকর কোনো ঘটনা।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): গুরুস্থানীয় কারো উপদেশ আজ সরাসরি কাজে লেগে যাবে। দূরত্ব কমে আসবে অভিমান জমে থাকা প্রেমে। স্বাস্থ্যে সম্পূর্ণ সুস্থতা থাকবে সারাটা দিনজুড়ে। অর্থভাগ্য মোটামুটি ভাল। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে যান। সময়টা ভালই কাটবে।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): নিজেকে আজ নেতা নেতা মনে হবে। সঙ্গবদ্ধ মানুষ দেখলেই বয়ান দিতে ইচ্ছে করবে। পেছনে চ্যালা প্যালাও জুটে যাবে। এর মাধ্যমেই হয়তো কিছু অর্থকড়ি জুটে যাবে ভাগ্যে। বিপদ বলে আজকের দিনে কিছু নেই, তবে বাসায় দীর্ঘদিন অবস্থান নিবে এমন আত্মীয় চলে আসতে পারে। ভ্রমণে স্বস্তি আসবেই…

বৃশ্চিক (অক্টোবর২৩ – নভেম্বর২১): দিন দিন আপনি বড় বেশি সহিংস হয়ে উঠছেন। এর জন্য পেছনে অশুভ অনেক শক্তি ছায়ার মতো হয়ে ঘুরছে। এখনো সময় আছে, নিজের সঙ্গে বোঝাপড়া করে নিন। পরিবারের আর্থিক সঙ্কট আস্তে আস্তে কমতে থাকবে। বন্ধুদের ধারের অর্থ আজ হয়তো ফেরত দিয়ে দিতে পারবেন। আজকের দিনের শুরুটা হবে দৌড়ের মাধ্যমে, রাতের দিকে পাবেন সম্পূর্ণ স্বস্তি।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): নতুন ব্যবসাটা আরও মনোযোগ আশা করছে আপনার কাছ থেকে। কাছের বন্ধুদের কেউ ফাঁদে ফেলতে পারে। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সৃজনশীল বৃশ্চিকের জন্যে কাছের মানুষের দীর্ঘশ্বাসের অন্ত নেই। তবে শেষটায় এদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হতে দেখা যায়। বৃশ্চিকের সৌভাগ্যের মুকুটে নতুন পালক যুক্ত করতে পারে বিপরীত লিঙ্গের ঘনিষ্ট বন্ধুদের কেউ। দূরের যাত্রা শুভ। কর্মক্ষেত্রে অভিনব কোনো উদ্যোগ প্রশংসিত হবে। অর্থের প্রতি কোনো কারণে দুর্বার আকর্ষণ জন্ম নিতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): চাকরিতে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গেই থাকুন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। অনেকদিনের পুরনো কোনো বন্ধুর আগমনে পরিবারে শান্তি ফিরে আসবে। তবে আজ বাড়ির বাইরে যাওয়ার সময় সতর্কতা বজায় রাখুন। কারণ আপনার গ্রহ বলছে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শারীরিক অবস্থা মিশ্র থাকবে। সন্ধ্যে নাগাদ ধূলো ঝড়ের কারণে সামান্য হাঁচি হতে পারে। আপনি যেমন প্রতিদিন প্রেমে পড়েন তেমনি আজ প্রেমে পড়বেন। প্রেম করুন অবিরত, আনন্দে থাকুন প্রাণভরে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): সকাল বেলা বিছানায় থাকাকালীন বাতের ব্যথা দিনের শেষে শ্বাসকষ্টে গিয়ে ঠেকতে পারে। দিনের মধ্যভাগে ব্যবসায়িদের আয় রোজগার বাড়বে। অফিসে কাজের প্রচণ্ড চাপ বাড়বে। এছাড়া অফিসে উল্লেখযোগ্য কিছু নেই। দাম্পত্য জীবন অভাব অনটনহীন ভালোই কাটবে। জাতকদের কারো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেষরাতে বিয়ে গড়ালে বৃষ্টির কবলে পড়তে পারেন।

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test