E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৪:২৮:৪০
জেনে নিন মঙ্গলবারের রাশিফল

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯):সাধারণত আপনি একজন খুব ভাল সামাজিক লোক। আপনার মাঝে সামাজিক গুনাবলীর কোন ত্রুটি নেই। সব সময় চেষ্টা করেন সামাজিক অনুষ্ঠান গুলোতে নিয়মিত যোগ দিতে। কিন্তু আপনাকে এমন কিছু মানুষ কে এড়িয়ে চলতে হবে যাদের আচরণ আপনার একদমই পছন্দ না। কারন তারা আপনার বিপরীতে অবস্থান নিতে পারে।

বৃষ (এপ্রিল ২১- মে ২১): আজ আপনার পরিবারের লোকজন সম্মিলিত একটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আপনার হয়তো তার থেকেও জরুরী কাজ আছে। প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে বকাও শুনতে হতে পার। ব্যবসা-বানিজ্য শুভ। বেকারদের কারো কারো হাতে আজ টাকা আসতে পারে।

মিথুন (মে ২২- জুন ২১): আপনার সময়জ্ঞানে অনেকেই মুগ্ধ হতে পারে। কাজে সাহায্য করতে চাইতে পারে। শুভ পরিণয় অতি সন্নিকটে, তার প্রস্তুতি নিতে থাকুন, আর কান পেতে বাতাসে প্রেমের বাঁশির মধুরতম সুর শুনতে থাকুন। পারিবারিক সুসম্পর্কে ভর করে উজ্জ্বল সব গল্প রচিত হবে।

কর্কট (জুন ২২- জুলাই ২২): আজ হয়তো অনেক বড় একটি কাজ সমাধান করবেন। যারা লেখালেখি করেন তারা হয়তো একটি শুভ সংবাদও পেয়ে যাবেন। আপনার সঙ্গীর সঙ্গে হয়ে যেতে পারে অভাবনীয় কিছু ঘটনা। শিল্পসাহিত্যের দিকে ঝুঁকে থাকা মন আজ তার পর্যাপ্ত রসদ পাবে, জন্ম নিতে পারে দারুণ কোনো কাজ। অর্থভাগ্য সাম্যাবস্থায় থাকবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩): জনতার আকর্ষনে আজ কি করছেন। প্যারড নাকি নাচ গান? আপনার বন্ধুরা যেতেই পারে এসব অনুষ্ঠানে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি অনেক ব্যস্ত। প্রেমের ক্ষেত্রে করুন এমন কিছু যাতে আপনার বন্ধুটি খুশি থাকে। নিজেকে পুরোপুরি খুশি করতে পারছেন না। তাই দক্ষতা প্রদর্শনে কর্মক্ষেত্র পরিবর্তন আবশ্যক। যা আপনাকে পুরোপ

কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩): বর্তমানে আপনার টাকার সমস্যা একটু কম। কিন্তু আপনি হয়তো ভালোবাসা নিয়ে কিছু জটিলতায় পড়তে যাচ্ছেন। তাই এখন থেকেই সাবধান হওয়া জরুরী। কারো সঙ্গে কথা বলার সময় অবশ্যই সচেতন হোন। আপনার রাগ সংবরণ করুন। ব্যবসা শুভ।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আপনি সাধারণত কথা বলতে বেশি পছন্দ করেন। কিন্তু এখন আপনাকে তা সীমিত করতে হবে। বন্ধু বা পরিবারের লোকজন বাইরে বেড়াতে যেতে বলতে পারে। নির্ভয়ে বলে ফেলুন ‘না’। এখন আপনার একটু রেস্ট নেয়া জরুরী। হয়তো আপনি ভালোবাসা খুঁজছেন। তবে তা পাবার জন্য একটু অপেক্ষা করতে হবে। কাজের ক্ষেত্রে শক্ত হোন। এখন কোন দ্বিমত আপনার ব্যবসার জন্য গ্রহণযোগ্য নয়।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): ভালোবাসার ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ থাকতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি দিয়ে সহকর্মীদের ঈর্ষান্বিত করে দিন। অর্থভাগ্য ভালো নেই।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ধনু, আজ পদ্মপাতা দেখলে যদি তার চারপাশে খেলতে ইচ্ছে করে তবে জানবেন, সেখানে গোখরো সাপ নিশ্চিত অপেক্ষা করে আছে। প্রেমের ভাগ্যের মতো চক্রাকার কোনো কিছু আর নেই, এটা গড়িয়ে গড়িয়ে চেনা স্থান থেকে যাত্রা শুরু করে অচেনা স্থানে গিয়ে থামে, এর রোমাঞ্চ খুব কাছ থেকে দেখতে পাবেন আজ। অর্থ ভাগ্য প্রসন্ন।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): মকর যদি রেগে যায়, তবে অন্য গ্রহে হলেও অনর্থ ঘটে যাবে। কুম্ভ নারীর আজ অনেকটা সময় নষ্ট করে দিতে পারে রূপচর্চার ঝোঁক, কুম্ভ পুরুষের আজ অনেকটা সময় খসে পড়তে পারে কু-সঙ্গে পড়ে। কর্মক্ষেত্রে জরুরি কাগজ গোপন ড্রয়ারে রেখে চাবিটা কোঁৎ করে গিলে ফেলুন, কারণ আপনার পেছনে ফেউ লেগেছে। অর্থভাগ্য মন্দ।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কুম্ভ দারুণ চাঙা হয়ে উঠবেন শরীরে ও মনে। কিন্তু জানেনই তো পৃথিবী সবসময় সমতা মেনে চলে, যে কারণে দিনের শেষে জিভ হয়ে যেতে পারে তেতো আর মনটা- অপমানিত। বন্ধু চিনতে ভুল করতে পারেন শেষ মুহূর্তে, কর্মক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে পারেন অযোগ্য কোনো সহকর্মীর সঙ্গে। অর্থভাগ্যের জন্যে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, কিন্তু জানেনই তো বৃষ্টির কী অবস্থা আজকাল!

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): হয়তো কিছু আর্থিক লোকসান হতে পারে। তবে উত্তেজিত হবার কিছু নেই। একটু সচেতনতায় পারে আপনাকে মুক্ত করতে। ধনুকে আজ খাবার খেতে হবে মেপে মেপে, পাখির মতো, বদহজমের যোগ আছে যদি যা তা খান যত্রতত্র এবং ভালোই যন্ত্রণা দিতে পারে অভিশপ্ত জাংক ফুড, সুতরাং সতর্কতা অবলম্বন করুন।

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test