E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন সোমবারের রাশিফল

২০১৪ সেপ্টেম্বর ২২ ০৭:৫৪:১০
জেনে নিন সোমবারের রাশিফল

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯):মনে হতে পারে শুরুটা হয়েছে খুব খারাপভাবে। কিন্তু এভাবেই এগিয়ে যেতে হবে। পতনের পরই উত্থান। শারীরিক কোন বৈশিষ্ট্যের কারণে আলোচিত হতে পারেন। রাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কোন চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে পারলে উন্নতি আসবে। অর্থকড়ি কলকল করে কথা বলবে পকেটে।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০): যে অভিমানের কারণে নিজের ভবিষ্যতের গলা চেপে ধরতে চাইছেন, সে অভিমান যদি আজ টুটে যায়, কেমন হবে? অপেক্ষা করুন প্রাকৃতিক কোন নির্দেশের জন্যে। দূরে থাকুন তৃতীয়পক্ষীয় মানুষের কাছ থেকে, যারা মধ্যসত্তভোগী। কর্মক্ষেত্রে নেতিবাচক কোন মনোভাবকে প্রশ্রয় দিয়েছেন তো মরেছেন। অর্থভাগ্য শোচনীয়।

মিথুন (মে ২১ – জুন ২০): মিথুনের জাতক জাতিকার জন্যে দিনটি বৃষ্টিবান্ধব। যেখানেই যান, বৃষ্টি আপনাকে তাড়া করবে। যদি আকাশে কড়া রোদ ঝলসাতে থাকে, তারপরও বৃষ্টি নামবে, মনে। সুতরাং বলাই যাচ্ছে, প্রেমযোগ আজ অসাধারণ। দারুণ এক চা-সন্ধ্যার জন্যে অপেক্ষা করতে থাকুন। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। অর্থভাগ্য পর্যাপ্ত অনুকূল।

কর্কট (জুন ২১ – জুলাই ২২): কর্কটের সৃজনশীলতায় বাধা পড়ছে। তবে পরিবেশ বদলের কারণে আজ বান ডেকে যাবে। এটাকে কাজে লাগান। ভালোবাসার মানুষের জন্যে বুকে কোন সন্দেহ পোষণ করে থাকলে বিদেয় করে দিন। সন্দেহকে, মানুষটিকে নয়। আপাতত বেকারত্বের বন্ধ্যা সময় পার হতে থাকলেও ধৈর্য্য রাখুন। শিগগিরই কেটে যাবে বন্ধ্যাত্ব। অর্থভাগ্য মোটের ওপর নয় মন্দ ধরনের।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): কীসে কীবা যায় আসে অফুরন্ত সময় হাতে, লেগে যান মজে যান তুলে আনুন সাফল্য। দ্রুত নিজেকে সরিয়ে নিন আসন্ন কাজ থেকে যে কাজটি আপনি অর্থ বিনিয়োগ ছাড়াই করতে চাইছিলেন। বন্ধুদের আসরে আজ আপনাকে সঙ বানানো হবে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়ে যাবে। শিক্ষাখাতে অর্থ খরচ হয়ে যাবে। ঘটবে না অস্বস্তিকর কোন ঘটনা।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): মুহূর্ত আপনাকে আজ ছাড়বে না, প্রতিটি মুহূর্ত আজ আপনাকে লতাপাতার মতো জড়িয়ে ধরে থাকবে। নিস্তার পাবেন এলাকার ভয়ঙ্কর ছেলে-পেলেদের হাত থেকে। গুরুস্থানীয় কারো উপদেশ আজ সরাসরি কাজে লেগে যাবে। দূরত্ব কমে আসবে অভিমান জমে থাকে প্রেমে। স্বাস্থ্যে সম্পূর্ণ সুস্থতা থাকবে সারাটা দিন জুড়ে।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): নিজেকে আজ নেতা নেতা মনে হবে। সঙ্গবদ্ধ মানুষ দেখলেই আজ বয়ান দিতে ইচ্ছে করবে। পেছনে চ্যালা প্যালাও আজ জুটে যাবে। এর মাধ্যমেই হয়তো আজ কিছু অর্থকড়ি জুটে যাবে ভাগ্যে। বিপদ বলে আজকের দিনে কিছু নেই, তবে বাসায় দীর্ঘদিন অবস্থান নিবে এমন আত্মীয় চলে আসতে পারে। ভ্রমণে স্বস্তি আসবেই…

বৃশ্চিক (অক্টোবর২৩ – নভেম্বর২১): দিন দিন আপনি বড় বেশি সহিংস হয়ে উঠছেন। এর জন্য আপনার পেছনে অশুভ অনেক শক্তি ছায়ার মতো হয়ে ঘুরছে। এখনো সময় আছে, নিজের সঙ্গে বোঝাপড়া করে নিন। পরিবারের আর্থিক সংকট আস্তে আস্তে কমতে থাকবে। বন্ধুদের ধারের অর্থ আজ হয়তো ফেরত দিয়ে দিতে পারবেন। আজকের দিনের শুরুটা হবে দৌড়ের মাধ্যমে, রাতের দিকে পাবেন সম্পূর্ণ স্বস্তি।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ধনু রাশির সংবাদকর্মীদের জন্য আজ দিনটি গোড়া থেকেই শুভ। বিশেষ কোনো সংবাদের সূত্র পাওয়া যেতে পারে আজ। অফিসে সবকিছুই স্বাভাবিক থাকবে তবে নিজের উন্নতির জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। পারিবারিক অশান্তি কাটিয়ে আজ সুখকর পরিবেশ বজায় থাকবে। তবে ব্যবসায়িরা রাজনীতির ময়দানে সরব না থেকে ব্যবসা করলে ভালো হবে। প্রবাসীদের কেউ দেশে ফিরতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): বাল্যবন্ধুর সাহায্য ও পরামর্শে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরতে পারে। তবে এক্ষেত্রে বন্ধুর কল্যাণে বেকার কারো চাকরি হলেও হতে পারে। কিন্তু মনে রাখবেন আপনার মন যা চায় সেটাই করবেন। কারণ মনের বাইরে গিয়ে চাকরি করলে উন্নতি করতে পারবেন না। আর উন্নতির জন্য যতটা পারিপার্শ্বিক সমর্থন দরকার তার চেয়েও বেশি দরকার নিজের মনের সমর্থন। প্রিয়জনের সঙ্গে মনোমালিণ্য মিটিয়ে ফেলেতে চেষ্টা করুন।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): যে কাজ আপনার সৃজনশীলতা প্রকাশে সহায়ক সেই কাজকেই আকড়ে ধরুন। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থের জন্য চেষ্টা না করে নির্দিষ্ট স্থানে ক্রমাগত চেষ্টা করাই ভালো। সামগ্রিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির শিকার আপনি। তবে সন্ধ্যে নাগাদ বেতন কিংবা অন্য কোনো বিল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারিরীক অবস্থার অবনতি হতে পারে। অন্য সব কাজেই আজ আপনি চালকের আসনে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা অব্যাহত থাকবে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): ভালো মন্দ মিশ্রিত দিন। হাড়ের ব্যথা বাড়তে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবেন, সামনে ভর্তি পরীক্ষা যাদের তারা সাবধান। প্রিয়জনের বিষয়ে সুখবর পেতে পারেন। ঘরে আসতে পারে নতুন অতিথি।

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test