E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ সেপ্টেম্বর ২১ ০৯:১৬:৫৩
জেনে নিন রবিবারের রাশিফল

মেষ (মার্চ২১ – এপ্রিল ১৯):আপনার আজকের দিনটি মধ্যম। পেটের কোনও সমস্যা হওয়া থেকে সাবধানে থাকুন। কাজে কর্মে এগিয়ে যাওয়ার মানসিকতা বজায় রাখুন। বিদ্যার্থীরা ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চবিদ্যার জন্য চিন্তাভাবনা করতে পারেন। আর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিপাক শেষ হওয়ার নয় এতো সহজে।

বৃষ (এপ্রিল২০ – মে২০): আপনার আজকের দিনটি শুভ। প্রেমিকার কোনও ব্যথায় সমস্যা হতে পারে। সম্পত্তিগত কোনও দুশ্চিন্তার থেকে আইনি পরামর্শ নিতে হতে পারে। চিকিৎসা শাস্ত্র ও ওকালিত সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মজগতে সফলতা পাবেন। বিরতি দিয়ে দিয়ে আজ অনেক অর্থ আসবে। কর্মক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মানসিক লড়াই বাঁধবে। বিপদে কাছে পাবেন অপরিচিত কাউকে। ভ্রমণে বেরিয়ে পড়ুন, মনে শান্তি ফিরে আসবে।

মিথুন (মে২১ – জুন২০): আপনার আজকের দিনটি মধ্যম। সকল কর্মে উৎসাহ ও উদ্দীপনা ধরে রাখুন। ব্যবসায়ীরা নিজ ব্যবসায়ে নেতৃত্ব দেয়ার গুণে সফলতা পাবেন। প্রেমজ সম্পর্কে নিজ মতামতকেই ধরে রাখুন। তবে শেয়ারে বিনিয়োগ করবেন না। কাজের সূত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। যোগাযোগের পরিণাম হবে সুদূরপ্রসারী। ক্ষমতা ভাগাভাগি নিয়ে আজ বিপাকে পড়বেন।

কর্কট (জুন২১ – জুলাই২২): পারিবারিক সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন। আপনার সিদ্ধান্তে পরিবারে বিবাদের উৎপত্তি হতে পারে। বিশ্বস্ত ব্যক্তির দিক থেকে আশাভঙের কারণ দেখা দিতে পারে। অবশেষে দেখা হয়ে যাবে মনের মানুষটার সঙ্গে। শরীরে অদ্ভুত ধরনের একটা শক্তি অনুভব করবেন। সাময়িক অর্থ সমস্যায় পড়লেও কাটিয়ে উঠবেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): শুভ পরিণয় অতি সন্নিকটে, তার প্রস্তুতি নিতে থাকুন, আর কান পেতে বাতাসে প্রেমের বাঁশির মধুরতম সুর শুনতে থাকুন। পারিবারিক সুসম্পর্কে ভর করে উজ্জ্বল সব গল্প রচিত হবে। বন্ধুভাগ্যে ভর করে নতুন কোনো চাকরি জুটে যেতে পারে যা আপনার সঙ্গে দারুণ স্যুট করবে। আর অর্থভাগ্যও প্রসন্ন বেশ, দিনের শেষে মিলতে পারে কড়ি, যখন আর বাইরে যাওয়ার অবকাশ নেই।

কন্যা (আগস্ট২৩ – সেপ্টেম্বর২২): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পরিবারের অভিভাবকদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে আত্মবিশ্বাসের দ্বারা জটিল কাজ সমাধান করে সুনাম পাবেন। দিনের মধ্যভাগ বাণিজ্যের জন্য ভালো। বেশি চালাকি না করে আপনার প্রকৃত স্বভাব দিয়েই চালিয়ে যান, সাফল্য আসবে। অনেক দূরের আত্মীয়দের সঙ্গে আজ দেখা হয়ে যাবে। বন্ধুদের সঙ্গ আজ তীব্রভাবে অনুভব করবেন।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): দিনের শুরু হতে পারে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশের মতো। প্রতিনিয়ত যাকে বিশ্বাস করে আসছেন সে আপনাকে ঠকাবে, কথাটা বিশ্বাস হচ্ছে না এই তো? তাতে কারো কিচ্ছু যায় আসে না, সতর্ক না হলে আপনারই ক্ষতি। রাজনৈতিকভাবে আজ হেয়, অপদস্থ হবেন। বৃশ্চিক জাতিকাদের মনে আজ অশান্তি ভর করবে। দুপুরের পর থেকে শুভ।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): ধনু, আজ পদ্মপাতা দেখলে যদি তার চারপাশে খেলতে ইচ্ছে করে তবে জানবেন, সেখানে গোখরো সাপ নিশ্চিত অপেক্ষা করে আছে। প্রেমের ভাগ্যের মতো চক্রাকার কোনো কিছু আর নেই, এটা গড়িয়ে গড়িয়ে চেনা স্থান থেকে যাত্রা শুরু করে অচেনা স্থানে গিয়ে থামে, এর রোমাঞ্চ খুব কাছ থেকে দেখতে পাবেন আজ। অর্থ ভাগ্য প্রসন্ন। ভুলে যাবেন না, সময়টা শরৎকাল। মৃত্যুঞ্জয়কে সাপে কেটেছিল এই সময়ই।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): কর্মক্ষেত্রে ব্যক্তিগত যোগ্যতায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। আপনার কাজের ফলে পরিবারের অভিভাবকদের আপনার ওপর আস্থা বাড়বে। তবে যথেষ্ট বিচার-বিবেচনা করে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। দুনিয়াতে আপনার একটাই কাজ, আর সেটা হলো ঘনঘন প্রেমে পড়া! অবশ্য কারো কারো জন্য প্রেমই শক্তি।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): সকালটা শুরু হতে পারে ভালো কোনো সংবাদ দিয়ে। বিশেষত চাকরির ইন্টারভিউয়ের চিঠি কিংবা শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার সংবাদ হতে পারে। তবে বলা যায় না সুসংবাদের উল্টো পিঠেই দুঃসংবাদ তাড়া করে বেড়ায়। সন্ধ্যের দিকে প্রিয়জনের বায়না মেটাতে মানিব্যাগ ফাঁকা হয়ে যেতেও পারে। স্বাস্থ্য ভালো যাবে। তবে নতুন করে কারো প্রেমে পড়ার চান্স আছে। কথা দিয়ে কথা মতো কাজ করতে না পারার ফলে ব্যবসায় সমস্যার সৃষ্টি হতে পারে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): মাদক আপনার শত্রু। হতাশা বা উদ্বেগ থেকে দূরে থাকা মানে নিজের থেকে পালিয়ে বেড়ানো। পালিয়ে বেড়ানো কোনো সমাধান হতে পারে না। যার সঙ্গে মনের সংযোগ নেই তাকে বিয়ে করলে পস্তাবেন। কারণ বাড়িতে বিয়ের কথা হচ্ছে। অর্থনৈতিক সমস্যা মনকে বিচলিত করতে পারে। ভুল হলে সেটা মেনে নেওয়াই আজকের দিনে আপনার পক্ষে মঙ্গলজনক।

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test