E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

২০১৪ সেপ্টেম্বর ০২ ১১:১৯:১৪
জেনে নিন মঙ্গলবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): পরিবারের লোকজনেরা আন্তরিক থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনার বাইরের লোকের সাহায্য দরকার পড়বে। আটকে থাকা পাওনা ফিরত পেতে পারেন। কিছুটা কমবে পারিবারিক সমস্যা। জাতিকারা ক্ষমতার অপপ্রয়োগের শিকার হতে পারেন। কোন ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়।

বৃষ (এপ্রিল ২০- মে ২০):মিথ্যা কথার ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা আছে। অর্থ, কর্ম ,সমাজ এবং সন্তানকে নিয়ে মন অস্থির থাকবে। হঠকারী সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির যোগ আছে। জাতিকারা ন্যায্য কথা বলার ফলে পরিবারে সমালোচিত হতে পারেন। মানসিক কষ্ট পাবার যোগ দেখা যাচ্ছে।


মিথুন (মে ২১- জুন ২০):বিবাহের কথাবার্তা এগোতে পারে। নিজের দক্ষতায় ঘরে বসেই দুরের কাজ সামাল দিতে পারবেন। পরিবারে অভিভাবকের সাহায্যে সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের কাছ থেকে দুঃখ পেতে পারেন।

কর্কট (জুন ২১- জুলাই ২২) : নিজের ভালো-মন্দ বিচার করে চলার চেষ্টা করুন। আপনাকে প্রভাবিত করে কোন বিশেষ কাজ করিয়ে নেবার চেষ্টা হতে পারে। কোন কোন বিশেষ ক্ষেত্রে আপনার পছন্দকে প্রাধান্য না দেওয়াও হতে পারে। জাতিকারা বন্ধু স্থানীয় কোন ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):সময়ের দাম না দেওয়ার ফলে আপনি নানা রকম অভিযোগে আপনি অভিযুক্ত হতে পারেন। বন্ধুর বুদ্ধির প্রয়োগে সমস্যা থেকে মুক্তি পাবার যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। নতুন দায়িত্ব পাবার যোগ আছে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২):নিজে জিনিষ হারিয়ে ভুল ব্যক্তিকে সন্দেহ করবেন। এর ফলে মনমালিন্যের সম্ভাবনা দেখা দেবে। পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা হতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করে অভিনন্দিত হবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে।
তুলা (সেপ্টেম্বর ২৩– অক্টোবর ২২):পরিবারের লোকজন আপনার উপর বেশি মাত্রায় নির্ভর করার ফলে আপনি কর্মক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়তে পারেন। কোন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের দিনটি শ্রেয়। তবে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।

বৃশ্চিক (অক্টোবর ২৩– নভেম্বর ২১): জমা অর্থ ব্যয় হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাঙ্ক্ষিত লক্ষে আপনার সফল হবার যোগ আছে। পারিবারের সঙ্গে বিভিন্ন বিষয় মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের নিকট বন্ধুদের সঙ্গে কোন বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণের যোগ আছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):অনুকূল যোগাযোগকে কাজে লাগাতে পারলে ভালো ফল পাবেন। বিশিষ্ট ব্যক্তির দ্বারা সম্মানিত হবার যোগ আছে। কোন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের জন্য আপনাকে ডাকা হতে পারে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):আপনার ব্যবহারে আজ মানুষ প্রভাবিত হবে। আত্মীয়দের তরফে সুনাম লাভের যোগ আছে। নতুন যোগাযোগ হতেপারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোন ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):আপনার অনমনীয় মনোভাব শত্রুকে পরাজিত করতে সাহায্য করবে। কর্মে সাফল্য লাভের যোগ আছে। প্রতিকূলতার মধ্যে লক্ষে স্থির রাখার পুরস্কার পেতে পারেন। দিনের শেষ ভাগে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে জাতিকাদের নেওয়া উদ্যোগ আজকে অভিনন্দিত হবে। বাঁধা থাকলেও কাজে সফলতা আসবে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test