E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেনে নিন রবিবারের রাশিফল

২০১৪ আগস্ট ৩১ ০৭:৩৯:৩৩
জেনে নিন রবিবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):অভূতপূর্ব সব ঘটনা চক্রাকারে আজ আপনাক সক্রিয় রাখবে। দিনের শুরুটি যেভাবে পরিচালিত করবেন শেষটাও ঠিক সেভাবেই হবে, তাই শুরুটা ভালো করার চেষ্টা রাখুন। প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাবে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): আপনি সবই জানেন কিন্তু কাউকে বুঝতে দেন না, সময় মতো ঠিক চালটি চালেন। এই স্বভাবটা আপনাকে আরও ব্যক্তিত্ববান হিসেবে লোকসমাজে পরিচয় করিয়ে দেবে। দিনটি সাহিত্যমনাদের জন্য খুব একটা ভালো নয়।

মিথুন (মে ২১- জুন ২০): বার বার প্রতারিত হচ্ছেন। তবে আজ প্রতারণাকারীরা ঝামেলায় পড়বে। কোনো দুঃসংবাদ নেই। তবে সুসংবাদ যা পাবেন তা কার্যকরী হবে না। ভালোবাসা আজ শূন্য। ভ্রমণে প্রশান্তি আসবে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): রাজনৈতিক দিক দিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হবে। অনুভূতি আজ পানসে, ভোতা হবে। যা ভাবছেন চটপট করে ফেলুন অন্য কারো করার আগেই। বিদেশ থেকে আজ কেউ আসবে আপনার দুয়ারে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): একমাত্র সিংহকেই সৌরজগতের নক্ষত্র নিয়ন্ত্রণ করছে। নাক্ষত্রিক আলো আপনাকে জ্বলজ্বলে করে রাখবে প্রেমের তিমির রাত্রিতে। ব্যক্তিত্বগুণে আজ পরিচয় হয়ে যেতে পারে আরেক আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): ভবিষ্যৎ ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসা মানুষের ভিড়ে। কর্মক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটাতে পারে পারিবারিক কোনো দায়িত্ব।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাবেন এবং সেটা অবশ্যই ভালোবাসা সম্পর্কিত। কর্মক্ষেত্রে পদন্নোতি। ঘটতে পারে জমিজমা সংকান্ত ঝামেলা থেকে অব্যাহতি পাবেন।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): প্রেম বিষয়ক এমন জটিলতায় নিজেকে আবিষ্কার করবেন যেখান থেকে বেরিয়ে আসার জন্যে পরিবারের সাহায্য নিতে হবে। রাজনৈতিক ভাবে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): প্রকৃতি আপনাকে আজ পরিচালিত করবে। অসম্ভব কিছু প্রিয় মানুষের সঙ্গে আজ দেখা হয়ে যাবে। বাণিজ্য ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে না পারলেও ধার দেয়া টাকা ফেরত পাবেন। দূরবর্তী যাত্রা শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আপনার আত্মবিশ্বাস আজ আপনাকে নিয়ে যাবে সাফল্যের প্রান্তে। পাওনাদার আজ খুব বেশি জ্বালাতন করবে। প্রিয় মানুষ আজ মধুর হবে, ঘুরতে যাওয়া হয়ে যেতে পারে তার সঙ্গে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নতুন কোনো মুখের প্রতি স্নেহ ভালোবাসা তৈরি হবে। কুম্ভরা ভবিষ্যৎ দেখতে পারে সে অর্থে আজ আপনি আপনার অদূর ভবিষ্যৎ দেখে অবাক হযে উঠবেন।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ পুরোদমে সাংসারিক হয়ে যেতে হবে আপনাকে। নিকটের লোকজন নিকট হতে দূরত্বে অবস্থান করবে। অহেতুক হতাশ হবেন না, বাণিজ্যে লাভজনক অবস্থানে থাকবেন।

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test