E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

২০১৪ আগস্ট ০৭ ০০:৩৮:২৫
জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯):আপনার সামনে জীবনের রূঢ় বাস্তবতার কথা বলে বলে মুখের ফেনা তুলে ফেলতে পারে কেউ। আপনাকে নিরুৎসাহিত করতে চেষ্টা করতে পারে নতুন কোনো উদ্যোগ নেয়ার পরিকল্পনা থেকে। দিন দু’কথা শুনিয়ে। ভালোবাসা তো আপনাকে দিয়ে এ যাবৎ কম পাগলামি করিয়ে নিল না। আরও বাকি আছে। আজ সম্পন্ন হতে পারে পাগলামির ষোলকলা। কর্মক্ষেত্রে অগোছালো হওয়ার কারণে ভুগতে হতে পারে। অর্থ বিষয়ক অনর্থ ঘটে যেতে পারে আজ।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): আজ ভয় পাবেন, সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে। একেবারে বুক ধড়াস সূচনা হতে পারে দিনের। দুপুর নাগাদ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। না কাটলে আজ সারাদিন যাবে ভয়ে ভয়ে। মাভৈ! ভয় হানা দিতে পারে প্রেমের ব্যাপারেও। আজ বেড়ানোর পরিকল্পনা থেকে থাকলে বাদ দিন। কর্মক্ষেত্রে আপনার মন সন্ত্রস্ত হয়ে থাকতে পারে, যে কারণে কাজে থেকে যেতে পারে ভুলভ্রান্তি। তবে অর্থযোগ শুভ- এটাই আজ দিনের একমাত্র প্রাপ্তি।

মিথুন (মে ২১- জুন ২০): আজ কাছের মানুষদের কারও স্বার্থপরতা দারুণ ভোগাতে পারে আপনাকে। প্রেমযোগ শুভ নয়। হতে পারে ভালোবাসার মানুষটাই দেখাতে পারেন দারুণ আত্মকেন্দ্রিকতা। আজ তাই আপনার নিজেকে প্রমাণ করে দেয়ার দিন। কর্মক্ষেত্রে অতীত অভিজ্ঞতা কাজে আসতে পারে। পারিবারিক কারণে অর্থব্যয় ঘটবে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): আজ ভীষণ একরোখা কারও সঙ্গে দেখা হতে পারে। হতে পারে বিশ্ববিদ্যালয় জীবনের সেই বন্ধুটির সঙ্গেই, আপনার জীবনে যার অবদান ছিল। আপনার ভালোবাসার মানুষটির নাক-উঁচু আচরণ আপনাকে কষ্ট দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রস্তাবটিকে সর্বোচ্চ গুরুত্বের মঙ্গে বিবেচনা করতে বাধ্য হবেন সবাই। সহকর্মীর সঙ্গে মনোমালিন্যে সন্ধ্যাটা ছাই হতে পারে। অর্থব্যয়।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আজ আকাশে বাতাসে অনুপ্রেরণা উড়ে উড়ে বেড়াবে, আপনাকে স্রেফ মুঠো ভরে ধরে ধরে নিতে হবে। কাউকে মনের কথা জানাতে চাইলে অনুকূল দিন। পুরনো প্রেমিক প্রেমিকাদের মধ্যে কেটে যেতে পারে সম্পর্কের শীতলতা। কর্মক্ষেত্রে নিজ সৃজনশীলতার গুণে আলাদা মর্যাদা পেতে পারেন আজ। অর্থনৈতিক মন্দা কেটে যেতে পারে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আজ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বাঁচিয়ে দিতে পার আপনাকে বড়সড় কোন বিপর্যয় থেকে। মনের ডাক শুনুন। প্রেমের জগতে কন্যার জন্যে আজ নতুন কিছু নাই। প্রেমযোগ নাই, নতুন প্রেমিক প্রেমিকারা একটা শীতল দিন কাটানোর পর বাড়িতে ফিরে যেতে পারেন। বিবাহিতদের আচ্ছন্ন করবে স্মৃতিকাতরতা। কর্মক্ষেত্রে আপনার সহজাত কল্পনা করার ক্ষমতা অধিক বাস্তববাদি সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। অর্থযোগ শুভ।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ নিয়মিত কাজ রেখে একটু ভিন্ন কিছু করতে পারেন। আজ আপনার নেতৃত্ব যোগ রয়েছে। নতুন কোথাও হঠাৎ কোনো কাজের নেতৃত্ব আপনার ঘাড়ে আঁৎকা এসে পড়তে পারে। আজ ভালোবাসার কথা জানাতে পারেন, তবে সর্বাধিক অনুকূল সময়- সন্ধ্যা। দিনের বেলায় স্থানকালপাত্র সুবিধের ঠেকছে না। আজ আমনার সহকর্মীরা আপনার দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাইতে পারে। কাকে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন মনে করে দেখুন। অর্থযোগ শুভ।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আপনার জন্যে অপেক্ষা করে আছে নব্বই দশকের বিটিভির নাটকের মতো সুন্দর কোনো মুহূর্ত। নাটকীয়। প্রেমের ক্ষেত্রে, অপরের দৃষ্টি আকর্ষণ করতে পারেন সহজেই। ভালোবাসা পেতেও তেমন কাটখড় পোড়াতে হবে না, যেমনটা হতে পারে বলে ভেবেছিলেন। কর্মক্ষেত্রে বিগত কয়েকদিনের কাজের রেকর্ড কাজে আসতে পারে। এবং আগামীর দিন কয়েকের জন্যেও এ কথা প্রযোজ্য। কোনো বন্ধু ধার চাইতে এসে জোঁকের মতো সেঁটে থাকতে পারে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আজ ভুলেও নিজের ঢোল নিজে বাজাতে যাবেন না। একেবারে জনসমক্ষে ফেটে যেতে পারে ঢোল। তবে অন্য কেউ বাজাতে গিয়ে যদি ফাটিয়েও ফেলে অসুবিধে নেই। কারণ সেক্ষেত্রে মানুষের সহানুভূতি থাকবে আপনার ওপর। আজ প্রেমের ক্ষেত্রে টানাপোড়েনের কারণ উদঘাটন করতে সমর্থ হবেন আপনি- কেন সমস্যাগুলো একটু ঘনঘনই হচ্ছে দু’জনের ভেতর, তা বেরিয়ে আসতে পারে। কাজের ক্ষেত্রে কোনো অসুবিধের সম্মুখীন হতে পারেন যা নিয়ে ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণ করতে সঙ্কোচ হতে পারে। সঙ্কোচ না করে সাহায্য চাওয়াটাই উচিৎ হবে। অর্থযোগ শুভ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আজ অল্প পরিশ্রমেই হয়ে যেতে পারে কার্যসিদ্ধি। তবে বন্ধু বা পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার মানুষের কাছ থেকে আসতে পারে দারুণ কোনো উপহার, হতে পারে কোনো উপলক্ষ ছাড়াই। আজ কর্মক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার করাটা, অনেকটাই নির্ভর করবে আপনার কথা বলা ক্ষমতার ওপর। স্বতঃস্ফূর্ত অর্থবিয়োগ, অর্থাৎ টাকা খরচ হয়ে যাওয়ার জন্যে দায়ী করতে পারবেন না কাউকেই।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ হাঁফ ছাড়ার দিন। কুম্ভ আজ বুক ভরে শ্বাস নিন। তবে কারও সঙ্গে মনের অজান্তেও যদি দুর্ব্যবহার হয়ে যায়- তো মধ্যরাত অবধি সময়টা মাটি হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে এমন কারও পাল্লায় পড়তে পারেন যাকে আপনি চান না। ব্যাপারটার ফাঁদে না পড়ে সরাসরি কথা বলুন। কর্মক্ষেত্রে ছোট ছোট অর্জনই আপনাকে বড় অর্জনের কাছে পৌঁছে দেবে। সুতরাং কোনো কাজ হেলা করে বাদ রাখবেন না। বাড়ির কোনো কাজে অর্থব্যয় হতে পারে, তবে পুষিয়ে যাবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ আপনি এতোখানি সংবেদনশীল হয়ে পড়বেন যে কাছের মানুষের ন্যূনতম কটূ কথায় কাচের মতো চুরচুর করে ভেঙে যেতে পারে আপনার মন। আজ প্রেমের ক্ষেত্রেও হতে পারবেন না বেহিসেবি। হিসেব করে, মেপে মেপে প্রেম দিন। মাঝে মাঝে এটা দরকার। কর্মক্ষমতা থাকবে তুঙ্গে, জাটিল কোনো কাজ আজ গ্রহের প্রভাবে সমাধা করে নিতে পারেন। অর্থের ক্ষেত্রে দৈবের সহায়তা পাবেন। দৈবের তো কোনো অভাব নেই, আর তার সমতাবিধান করতেই আপনার ভাবটি যেতে পারে বেড়ে।

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test