E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জেনে নিন মঙ্গলবারের রাশিফল

২০১৪ জুলাই ২৯ ০৮:১৫:০৯
জেনে নিন মঙ্গলবারের রাশিফল

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। পায়ের হাড় বেড়ে ব্যাথা হতে পারে। কর্মস্থানে নায্য পাওনা আদায়ে নিয়ে উর্ধ্ধতনের সাথে আলোচনায় বসুন। কোন ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। মাথার যন্ত্রণা থেকে সাবধান থাকুন। ভাইয়ের সাথে সম্পত্তিজনিত বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন। কর্মস্থলে উর্ধ্বতনের সাথে ন্যায্য পাওনা আদায় নিয়ে বিবাদে যেতে হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯, ১২, ১৫, ২৯, ২৮, ৩৩
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
আপনার আজকের দিনটা মধ্যম। গৃহগত পরিবেশে শান্তিঅ বাজায় রাখুন। বিদেশ ভ্রমণের কোন সুযোগ পেতে পারেন। ব্যাবসায়ে কিছুটা মন্দাভাব থাকবে। নতুন সম্পর্কের শ্রু হতে পারে। আত্মশক্তির দ্বারা সকল বাধার মোকাবিলা করুন। কোনো মহিলার প্ররোচনায় সংসার জীবনে ক্ষতির আশঙ্কা। আইন ও প্রশাসন জগতের সাথে যুক্ত ব্যক্তিরা নিজ কর্মে দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)
আপনার আজকের দিনটা মধ্যম। মাথায় যন্ত্রণায় সকালের দিকে কষ্ট পেতে পারেন। কোন প্রাক দুঃসাহসিক সিদ্ধান্তে অসফলতা লাভের যোগ। কর্মস্থানে ছোটখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে। ব্যাবসায়ীরা ১২ থেকে ২ টোর মধ্যে অর্থ বিনিযোগ করুন। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ মিটিং বা অ্যাপয়েন্টমেন্টগুলিকে দিনের মাঝামাঝি সময়ে রাখার চেষ্টা করুন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আপনার আজকের দিনটা মধ্যম। অতিরিক্ত বন্ধু বৎসল হবেন না তাহলে অর্থ ব্যায়ের যোগ রয়েছে। মেশীনারি পার্ট ও কনস্ট্রাকশান সংক্রান্ত ব্যাবসায়ে নিযুক্ত ব্যাক্তির জন্য আজ দিনটা শুভ। স্কিনের কোনো সমস্যা আসতে পারে। আপনার মধুর ব্যবহার দ্বারা অন্যদের মন জয় করুন। শিক্ষার্থীরা মানসিক শক্তির ওপর জোর রেখে সকল সিদ্ধান্তগুলি নিন। প্রেমজ সম্পর্কের পরিণতি আপনাকে হতাশ করবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আপনার আজকের দিনটা শুভ।নতুন কোন পরিকল্পনায় বিনিয়োগ করলে লাভ হবে। দিনের মধ্যভাগে মিটিং রাখার চেষ্টা করুন। পিতার আনুকূল্য লাভের যোগ রয়েছে। সন্তানে কৃতিত্বে মানসিক আনন্দলাভ। বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিরা সান্মানিক সন্মান পেতে পারেন। ব্যবসায়ীরা পরিকল্পনাগত কোনো ত্রুটি রাখবেন না।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার আজকের দিনটা মধ্যম। কাঁধের এবং কোমরের ব্যাথায় কষ্ট পেতে পারেন। গণিত ও অর্থনীতি নিয়ে যারা উচ্চ শীক্ষা করছেন তারা আজ বিদেশ আওয়ার সুযোগ পেতে পারেন। প্রেম সম্পর্কে মনের কথা খুলে বলুন। পায়ের ব্যথায় কোনো সমস্যা হতে পারে। টিচিং ও কম্পিউটার রিলেটেড কোনো কর্মে যুক্ত থাকলে সফলতা পাবেন। ব্যবসায়ীরা আজ অর্থ বিনিয়োগ করতে পারেন।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার আজকের দিনটা মধ্যম। অতিরিক্ত আশাবাদী হবেন না তাতে অবসাদ বাড়বে। কর্ম পার্থিদের কোন কাজের উপায় হতে পারে। ব্যাবসায়ীরা আজকে লাভবান হবেন। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে উচ্চবিদ্যা করলে দিনটা ভালো ই যাবে। শিরদাঁড়ার কোনো ব্যথায় কাজকর্মে সমস্যা হতে পারে। কোনো রকম সিদ্ধান্তই একার দায়িত্বে নেবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের মতামতের গুরুত্ব দিন।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার আজকের দিনটা মধ্যম। লিভারের সমস্যা আসতে পারে। ব্যাবসায়ে পার্টনারের আচরণে অশান্তির সৃষ্টি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে অশানুরূপ ফল নাও পেতে পারেন। মুখমণ্ডলের কোনো সমস্যা হতে পারে। সন্তানের সাথে অর্থ নিয়ে বিবাদে মানসিক অশান্তি। বন্ধুস্থানীয় কারো বিপদে অর্থ সাহায্য দিতে হতে পারে। আজ কোনো ভ্রমণের পরিকল্পনা নেবেন না।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার আজকের দিনটা মধ্যম। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। হঠাৎ করে উত্তেজিত হবেন না। প্রেম সম্পর্কে মনোমালিন্য হতে পারে। শারীরিক সুস্থতা নির্দেশ করছে। আজ সম্পত্তি ক্রয়ের বিষয়ে কোনো পরিকল্পনা নিতে পারেন। লগ্নীকারীরা শেয়ারে অর্থ লগ্নি করুন। খমণ্ডলের কোনো সমস্যা হতে পারে। সন্তানের সাথে অর্থ নিয়ে বিবাদে মানসিক অশান্তি।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনার আজকের দিনটা মধ্যম। বিকেলের দিকে একটু সাবধান হয়ে রাস্তায় চলা ফেরা করুন। ব্যাবসায়ে পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে। ফিন্যান্স সংক্রান্ত ব্যাবসায়ে অর্থ বিনিয়োগ লাভবান হওঅয়ার যোগ আছে। বিদ্যার্থিরা পিতার পরামর্শ মেনে চলুন সুফল পাবেন। হাঁটুর ব্যথায় ভুগতে হতে পারে। আপনার আজকের নেওয়া কোনো পরিকল্পনা সফল নাও হতে পারে।
শুভ রং: নীল, চকোলেট, ক্রিম, সবুজ
শুভ সংখ্যা: ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯
পাথর: ক্যাটস আই

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার আজকের দিনটা মধ্যম। সারাদিন ছোটখটো ঝামেলায় জড়াতে পারেন। আজকে অন্য দিনের থেকে একটু সজাগ থাকুন। নিত্যান্ত প্রজোজন ছাড়া আজকে কোন রকম বিনিযোগ না করাই ভালো। সন্তানের কোনো কর্ম আপনাকে চিন্তার মধ্যে রাখবে। চিকিৎসক ও আইনজ্ঞদের আজ শুভ দিন। সন্তানের অনৈতিক কর্মে মানহানির আশঙ্কা। শেয়ার ও বিমা সংক্রান্ত কোন সমস্যা থেকে সাবধান থাকুন।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। অপ্রিয় সত্য কাথা বলায় প্রিয়জনের বিরাগভাজন হবেন। বিদ্যার্থিরা কোন পরিক্ষা থাকলে একটু মনোযোগী হন। আইন ও অডিট সংক্রান্ত কর্মের সাথে নিযুক্ত ব্যাক্তিরা সফলতা পাবেন। গলার সংক্রমণে কোনো সমস্যা হতে পারে। গুরুজন স্থানীয় কারো পরামর্শে কর্মক্ষেত্রে অগ্রগতি। সাহিত্য ও দর্শনচর্চায় আজ কৃতিত্ব লাভ হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test