E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

২০ ডিসেম্বর, ১৯৭১

'জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন'

২০২৪ ডিসেম্বর ২০ ১৩:২২:৩৬
'জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন'

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : আত্মসমর্পণকারী পাকিস্তানি জেনারেল এ.এ.কে. নিয়াজিকে আজ বিশেষ বিমানযোগে ঢাকা থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে রয়েছে আরেক বন্দি, প্রাক্তন গভর্নরের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলি।

ভারতের ইস্টার্ন কম্যান্ডের মুখপাত্র জানান, গতরাত পর্যন্ত আটক পাকিস্তানি সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,৬৭০। এর সঙ্গে যোগ করতে হবে চট্টগ্রাম গ্যারিসনে আটক ৮০০০সৈনিক। তাছাড়া পশ্চিম পাকিস্তানি আমলা-কর্মচারি, পুলিশ ইত্যাদির সংখ্যা হয়েছে ২০,০০০। এদের এক মাসের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশের পক্ষে আজ যেসব কূটনীতিক আনুগত্য স্বীকার করেন তাঁদের মধ্যে রয়েছেন লন্ডনস্থ পাকিস্তান দূতাবাসের ইকনোমিক মিনিস্টার এহসানুল কবির, প্যারিসস্থ কমার্শিয়াল কাউন্সিলার মুসলেহউদ্দিন আহমদ এবং ব্রাসেলস্স্থ দ্বিতীয় সচিব খায়রুল আনাম।

জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। রাতে এক বেতার ভাষণে তিনি দম্ভ সহকারে বলেন, আমরা পূর্ব পাকিস্তান ফিরে পেতে লড়াই করবো।

প্রাক্তন প্রেসিডন্ট ইয়াহিয়া খান, তার চিফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খানসহ কয়েকজন পদস্থ পাকিস্তানি কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয়।

তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর

(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test