E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

৯ জুন, ১৯৭১

যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়

২০২৩ জুন ০৯ ১৩:২৯:২৬
যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মার্কিন সিনেটে সিনেটর (ডেমোক্র্যাট) ফ্রাংক চার্চ ও সিনেটর (রিপাবলিকান) উইলিয়াম স্যাক্সবি পাকিস্তানে মার্কিন অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ রাখার জন্য একটি দ্বিপক্ষীয় সংশোধনী প্রস্তাব আনেন। প্রস্তাবে বলা হয় পূর্ব বাংলার শরণার্থীরা কেবল ভারতের বোঝা হয়ে দাঁড়ায়নি, পাশাপাশি এ সমস্যার ফলে এ এলাকার শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা মনে করি, উদ্বাস্তুদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য যুক্তরাষ্ট্রের উচিত সেখানে আন্তর্জাতিক সাহায্য পাঠানো এবং উদ্বাস্তুদের স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা।

ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশনের মহাসচিব এইচ.এইচ.মার্জুকি জাতিম জাকার্তায় এক বিবৃতিতে ভারতে অভস্থানকারী বাংলাদেশের নাগরিকদের সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্রসমূহের সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র সরকার বাংরাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য মঞ্জুর করেন।

জাতিসংঘ উদ্বাস্তু সংক্রান্ত হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান পূর্ব পাকিস্তান সফরে ইসলামাবাদ থেকে ঢাকা আসেন।
স্বাধীনতা বিরোধীদের একটি শ্রেনী মুক্তিযুদ্ধের বিরোধীতা করে ‘আওয়ামী এ্যাকশান কমিটি’ গঠন করে। এ্যাকশান কমিটির সভাপতি মীর ওয়াইজ মোহাম্মদ ফারুক দেশের সার্বিক অবস্খার জন্য মুক্তিযোদ্ধাদের দায়ী করেন।

তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর

(ওএস/এএস/জুন ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test