E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থী জখম, অনির্দিষ্টকালের ধর্মঘট

২০১৪ জুন ১৪ ১৯:৩৪:৫০
ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থী জখম, অনির্দিষ্টকালের ধর্মঘট

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকীকে (২২) শনিবার সকালে শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে ঢাকায় প্রেরণ করা হয়।

প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীকে রক্তাক্ত জখম করার ঘটনায় বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া বলেন, শনিবার রাত ৮টায় একাডেমিক কাউন্সিল ও ৯টায় বিএমএ’র জরুরি বৈঠক ডাকা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকী শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা এলাকার আব্দুল জব্বারের বাড়ির পাশে বোনের বাসায় বসবাস করত। বাসার মালিক জব্বারের নেশাখোর ছেলে লিমনের সাথে ত্বকীর বোনের ঝগড়া হয় শুক্রবার রাতে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ত্বকী শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা এলাকার বোনের বাসা থেকে বের হয়ে মেডিকেল কলেজে যাবার পথে লিমন ও তার বন্ধুরা এলোপাতাড়ি তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। ত্বকীর বাড়ি শহরতলীর শম্ভুগঞ্জ এলাকার রাঘবপুর গ্রামে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বলেন, হামলাকারী লিমনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় বিএমএ ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

(ওএস/অ/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test