E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

২০২৫ এপ্রিল ০৬ ২২:০৪:৪৮
ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিকেলে সংহতি সমাবেশের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা।

রবিবার (৬ এপ্রিল) বিশ্বব্যাপী ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবির অন্তত ২৬টি বিভাগ ও একটি অনুষদের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দেন।

বিবৃতি দেওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে, আরবি, ইসলামিক স্টাডিজ, আইন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, শিক্ষা ও গবেষণা, উন্নয়ন অধ্যয়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, অণুজীব বিজ্ঞান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা, পনি ও পরিবেশ বিভাগ।

এছাড়া বিবৃতি দিয়েছে, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসী, ফাইন্যান্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস এবং ইতিহাস বিভাগ। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দেওয়া হয়েছে ।

এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সোমবার (৭ এপ্রিল) ঢাবি শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রেজওয়ান আহমেদ রিফাত।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জোবায়ের বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল' কর্মসূচি সফল করতে প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানান।

পরে এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ কর্মসূচি সফলের আহ্বান জানানো হয়।

কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল ৪টায় এই সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে, গাজায় ইতিহাসে নির্মম ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test