E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল শাডডাউন ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:২৩:১৮
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল শাডডাউন ঘোষণা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের দাবি আদায়ে কলেজ শাটডাউন করার ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয়ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাহত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।

শিক্ষার্থীরা আরও জানান, এতে করে মেডিক্যাল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরে অনতিবিলম্বে মেডিক্যাল কলেজের সকল ডিপার্টমেন্টে শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করার দাবি করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, অবিলম্বে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্টের বদলিকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষক সংকটের কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test