E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় শিক্ষার্থী সম্মেলন 

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:২৩:৫২
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় শিক্ষার্থী সম্মেলন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো ‘ভাষা, সাহিত্য ও সমাজের পারস্পরিক সম্পর্ক: তারুণ্যের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ‘জাতীয় শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ একাডেমিক ভবনের মুক্ত মঞ্চে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। সকাল ৯টায় এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মাসউদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বিজয় লাল বসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।

গোবিপ্রবি’র ইংরেজি বিভাগের সভাপতি ও অনুষ্ঠানের কনভেনর মো. জুবাইর আল মাহমুদের সভাপতিত্বে এবং প্রভাষক শাউলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক মো. মঈনুল ইসলাম। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কো-কনভেনর প্রভাষক লিটন চক্রবর্তী মিঠুন। শুভেচ্ছা বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১৫৩ জন তরুণ স্কলার তাদের ১১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে স্বনামধন্য অধ্যাপকসহ ৪ শতাধিক শিক্ষাবিদ ও তরুণ গবেষক অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, সাহিত্যের জ্ঞান ছাড়া আমাদের জীবন অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। জীবনের মানে বুঝতে হলে, জীবনের দর্শন উপলব্ধি করতে হলে সাহিত্যের আশ্রয় নিতেই হয়। এক্ষেত্রে শেক্সপিয়ার, লর্ড বায়রন থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের আকর্ষণীয় লেখনী আমাদের কল্পনার জগতকে প্রসারিত করতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই শিক্ষা ও গবেষণা করা। তাই তরুণ স্কলারদের নিয়ে এ ধরনের আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইংরেজি বিভাগ জ্ঞান অন্বেষণের নতুন দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানের কনভেনর মো. জুবাইর আল মাহমুদ জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষক-অধ্যাপক ও তরুণ স্কলারদের নিয়ে আয়োজিত এই সম্মেলন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা প্রজ্জ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতা এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test