E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসন

২০২৫ জানুয়ারি ২৪ ১৩:৪৪:৪০
জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনে বিরোধিতাকারী ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে  প্রশাসনিক ব্যবস্থা নিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রমাণ সহ তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ছাত্র পরামর্শ এবং নির্দেশনা দপ্তরে উপযুক্ত তথ্য ও প্রমাণাদি  জমা দেবেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্ট্রার দপ্তরে তথ্য জমা দিতে বলা হয়েছে। তথ্যদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হবে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি ‘সংবাদ বিজ্ঞপ্তিতে’ গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনের বিরোধিতাকারী এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানকে সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ‘সত্যানুসন্ধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

এ কমিটিকে আগামী দশ কার্যদিবসের মধ্যে ভাইস চ্যান্সেলর ড. হোসেন উদ্দিন শেখরের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে বলে জানা গেছে।

(এমএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test