E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ববি’র লাইব্রেরিসহ দুই হলের নাম পরিবর্তন

২০২৫ জানুয়ারি ১৫ ১৮:০৯:১৩
ববি’র লাইব্রেরিসহ দুই হলের নাম পরিবর্তন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নাম পরিবর্তনের দাবি জানানোর দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি এবং দুটি হলের নাম পরিবর্তন করে নতুন নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে হলের নাম পরিবর্তন বিষয়ক ববি’র গঠিত কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. মেহেদী হাসান বলেন, হলের নাম পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীদের সাথে একটি মিটিং করেছি। পরবর্তী সময়ে উপাচার্যের সাথে এ বিষয়ে কিছু কথা বলা হয়েছে। কমিটি থেকে নামের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষার্থীরা যদি কিছু করে থাকে তবে সেটা তাদের স্ক্রিপ্ট থেকে হয়তো করেছে।

জানা গেছে, ১৪ জানুয়ারি দুপুরে শিক্ষার্থীরা নিজেরাই শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি নামের ব্যানার সরিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার নাম দিয়েছেন। পাশাপাশি বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তে ‘কবি সুফিয়া কামাল হল’ নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি শাখার একাধিক শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে ২ ডিসেম্বর হলের নাম পরিবর্তন বিষয়ক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কমিটি গঠনের এক মাস পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাই বাধ্য হয়েই শিক্ষার্থীরা সম্মিলিত সিদ্ধান্তে নামগুলো নির্ধারণ করে ব্যানার টাঙিয়ে দিয়েছেন।

ববি’র মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত বলেন, আমরা প্রশাসনের কাছে অনেক আগেই স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু প্রশাসন নাম পরিবর্তন করতে পারেনি। তাই আমরা শিক্ষার্থীরা নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছি।

এ ব্যাপারে ববি’র প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম বলেন, নাম পরিবর্তন সংক্রান্ত যে কমিটি হয়েছে, ওই কমিটি বিভিন্ন নাম সাজেস্ট করবে। সেই সাজেশনের ওপর ভিত্তি করে সিন্ডিকেট একটি ডিশিসন নেবে। সেই ডিসিশন যখন অ্যাপ্রুভ হবে, তখন ফাইনালি নাম চেন্স হবে। কমিটি থেকে কোনো সিদ্ধান্ত আসছে কিনা, সে বিষয়ে আমার জানা নেই।

(টিবি/এসপি/জানুয়ারি ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test