E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ববিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ

২০২৪ ডিসেম্বর ২০ ১৭:৫৪:০১
ববিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে মো. মামুন-অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন।

আজ শুক্রবার সকালে মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করে ববি’র আন্দোলনকারী সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, আমাদের একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাই। সরকার দাবি মেনে নিয়েছে। নতুন কোষাধ্যক্ষের কাছে প্রত্যাশা তিনি ছাত্র-শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখবেন। নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ মো. মামুন-অর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কবে নাগাদ যোগাদান করবেন তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করেননি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়। এর মাধ্যমে গত ২৬ নভেম্বর ববি’র কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান না করেই বিদায় নিলেন।

ববি সূত্রে জানা গেছে, কামাল খানের নিয়োগের পরই নানা অভিযোগ ওঠে। বিশেষ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহর সাথে যোগসাজশ করে সেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে কামালের বিরুদ্ধে। এ নিয়ে শুরু থেকেই ববিতে আন্দোলনের কারণে তিনি যোগদান করতে এসে ক্যাম্পাস থেকে বিতাড়িত হন। শিক্ষকরা তাকে অপসারণের দাবিতে আলটিমেটামও দিয়েছিলেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test