E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চবিতে চালু হলো দ্রুতযান স্পেশাল বাস সার্ভিস

২০২৪ ডিসেম্বর ১১ ১২:৩১:৪৫
চবিতে চালু হলো দ্রুতযান স্পেশাল বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চালু হলো "দ্রুতযান স্পেশাল সার্ভিস"। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি হাজী রকিবুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বাস মালিক সমিতির সদস্যরা।

চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনায় চালু হওয়া এই বাস সার্ভিস বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চট্টগ্রাম শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বিশেষভাবে প্রস্তুত। শিক্ষার্থীরা মাত্র ২৫ টাকার টিকিটে জিরো পয়েন্ট থেকে সরাসরি নিউ মার্কেটে পৌঁছাতে পারবে। প্রতিটি বাস প্রতি ১৫ মিনিট অন্তর ছেড়ে যাবে, যা শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ এবং দ্রুত করবে।

বাস সেবাটি সম্পূর্ণ ই-টিকিটিং পদ্ধতিতে পরিচালিত হবে। শিক্ষার্থীরা জিরো পয়েন্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গন্তব্যে যেতে পারবে। শহরের কাউন্টার থেকে আর টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, "দ্রুততম সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিগগিরই আমরা জোবাইক ও ইকার চালুর পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, "শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব সমস্যা সমাধানে কাজ করেছি। দ্রুতযান বাস সার্ভিস চালু হওয়া এরই ফলস্বরূপ। আশা করি, এই সেবা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।"

বাস সার্ভিস চালুর বিষয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাব্বির রহমান নামে এক শিক্ষার্থী বলেন, "বাস সার্ভিস পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, আমাদের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমে যাবে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাস মালিক সমিতি আশা করছে, দ্রুতযান স্পেশাল সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test