E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ সপ্তাহ

২০২৪ নভেম্বর ২৬ ১৮:৪৮:৪১
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ সপ্তাহ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এদিন সকাল ১০টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তারা।

এতে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ কার্যক্রম পরিচালনা করবে এস্টেট শাখা ও নিরাপত্তা শাখা। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test