E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে নতুন ভিসির যোগদান

২০২৪ অক্টোবর ৩০ ১৮:১৪:৫৪
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে নতুন ভিসির যোগদান

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর যোগদান করেছেন। 

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

যোগদানের পর অধ্যাপক ড. শেখর তার কার্যালয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সঙ্গে মত বিনিময় করেন। পরে ধারাবাহিকভাবে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করেন।

এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার সঙ্গে আলোচনা করে যতটুকু জানতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। সেসব সমস্যা দূর করতে হলে দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ, প্রতিহিংসা, দ্বন্দ্ব পরিহার করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ।

গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test