E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ববি’র দুটি বাস আটক করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০২৪ অক্টোবর ২৪ ১৭:৪৩:৫১
ববি’র দুটি বাস আটক করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হামলায় ক্ষতিগ্রস্ত বাস মেরামতের টাকা পরিশোধ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি বাস আটকে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকালে আন্ধারমানিক ও নয়নভাঙ্গানী নামের বাস দুটিকে আটক করে বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস প্রাঙ্গণে রেখেছে শিক্ষার্থীরা।

তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে আটক বাসগুলো মুক্ত করতে চেষ্টা করছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর বৃদ্ধি করেছে পুলিশ।

বিএম কলেজের শিক্ষার্থীরা জানান, গত ৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিএম কলেজের চারটি বাস ভাঙচুর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনের সমঝোতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় যার যা ক্ষতি হয়েছে তা জরিমানা দেওয়ার কথা থাকলেও বিএম কলেজের যা ক্ষতি হয়েছে এখনও তা দেয়নি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকারণে বিএম কলেজের চারটি বাস পরে আছে ভাঙাচোরা অবস্থায়। আর এতে করে চারটি রুটে বাস চলাচল না করায় শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পরেছে। এ সমস্যা থেকে সমাধানের জন্য একাধিকবার বিভিন্ন মিটিং হলেও জরিমানার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা ববি’র বাস দুটি আটক করেছেন।

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তাজুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে খবর আসে বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বিএম কলেজের শিক্ষার্থীরা আটক করেছেন। মূলত যে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেঙে ছিল সেগুলো মেরামতের ব্যবস্থা না করায় শিক্ষার্থীরা ক্ষোভে এমনটা করেছে। তবে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলেছে। দ্রুত বিষয়টি সমাধান করা হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি মীমাংসার জন্য দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test