E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ

২০২৪ সেপ্টেম্বর ২০ ১৫:২১:৩৭
জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ

তপু ঘোষাল, সাভার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের আট শিক্ষার্থী ও অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী হলেন শহীদ রফিক জব্বার হলের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক বিভাগের ৪৯ ব্যাচের মো. আহসান লাবীব, আ ফ ম কামাল উদ্দিন হলের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের রাজু আহাম্মদ, শেখ রাসেল হলের ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের মো. মাহউদুল হাসান রায়হান, শহীদ রফিক জব্বার হলের ইতিহাস বিভাগের ৪৪ ব্যাচের জুবায়ের আহমেদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ইংরেজি বিভাগের ৪৯ ব্যাচের হামিদুল্লাহ সালমান, একই হলের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ ব্যাচের মো. আতিকুজ্জামান, মাওলানা ভাসানী হলের সিএসই বিভাগের ৪৭ ব্যাচের সোহাগ মিয়া ও বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের ৪৬ ব্যাচের সরকার ও রাজনৈতিক বিভাগের মোহাম্মদ রাজন মিয়া।

অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫টা ৫০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লা প্রান্তিক গেটে এলে কতিপয় ব্যক্তি তাকে মারধর করতে থাকে। এমন খবর জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিসে নিয়ে আসে। প্রক্টর অফিসের একটি কক্ষে তাকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। প্রক্টর সাবেক এই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য দ্রুত পুলিশ টিমকে প্রক্টর অফিসে পাঠানোর জন্য অনুরোধ করেন। এই সময়ের মধ্যে কতিপয় ব্যক্তি প্রক্টরিয়াল টিমকে না জানিয়ে জোরপূর্বক শামীম মোল্লাকে প্রক্টর অফিসের পাশে অবস্থিত নিরাপত্তা অফিসে নিয়ে যায়। তৎক্ষণাৎ প্রক্টর ঘটনাটি জানতে পেরে নিরাপত্তা অফিসে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেন এবং নিরাপত্তা অফিসের কলাপসিবল গেট তালাবদ্ধ করে দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় প্রক্টর পুলিশের টিমের সঙ্গে যোগাযোগ করতে পুনরায় নিজ অফিসে আসেন। এ সময় তিনি কলাপসিবল গেটের সামনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের পাহারায় রাখেন। এ সময় প্রক্টর পুনরায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং উপস্থিত সাংবাদিক প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে থাকেন। এর মধ্যে আবারও কতিপয় ব্যক্তি উত্তেজিত হয়ে নিরাপত্তা অফিসের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে শামীম মোল্লাকে মারধর করেন। এ সময় প্রক্টরের নেতৃত্বাধীন প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখার কর্মকর্তাগণ নিজেরা ঢালস্বরূপ শামীম মোল্লার সামনে দাঁড়িয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের নিবৃত্ত করেন।

সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় পুলিশের টিম প্রক্টর অফিসে আসে। দায়িত্বরত পুলিশ অফিসার খোঁজখবর নিয়ে জানান, শামীম মোল্লার নামে থানায় আগের একাধিক মামলা (ছিনতাই, অস্ত্র, মাদক) রয়েছে। রাত আনুমানিক ৮টার সময় প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখা আবারও ঢালস্বরূপ শামীম মোল্লাকে নিরাপত্তাবেষ্টনী দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয়। আশুলিয়া থানায় শামীম মোল্লাকে নিয়ে যাওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শামীম মোল্লাকে মৃত ঘোষণা করেন।

(টিজি/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test