E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বশেমুরবিপ্রবি’র শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ত্যাগের নির্দেশ

২০২৪ জুলাই ১৭ ১৫:১৪:২৬
বশেমুরবিপ্রবি’র শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ত্যাগের নির্দেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ছাত্রদের আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রেরিত স্মারক পত্রেরপরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ১১টায় ত্র বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪র্থ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

(এমএস/এএস/জুলাই ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test