E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

২০২৪ জুলাই ১০ ১২:৪৮:৫৩
ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

স্টাফ রিপোর্টার : ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই রেলপথে সব ধরেনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় বাকৃবির জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে, সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বাকৃবির কে. আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আজ থেকে আমরা একদফা কর্মসূচি পালন করব। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই দেশের ছাত্র সমাজ দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাবে।

(ওএস/এএস/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test