E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে প্রথম আলোর জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা

২০১৫ মে ২৬ ১২:৩২:৫৬
ফরিদপুরে প্রথম আলোর জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার আনুমানিক রাত ১০টার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে তার পত্রিকার এজেন্ট মাহমুদুল হাসানের দোকান থেকে বাসায় যাওয়ার সময় তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক জানান, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা থানায় নিজে এসে বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, কারা কি কারনে এ হামলা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সাংবাদিক পান্না বালা জানান, রাতে পত্রিকার দোকান থেকে বাসায় ফেরার পথে ৪/৫ জন লোক হঠাৎ করে লাঠি সোটা নিয়ে আমার উপরে হামলা চালায়। তিনি বলেন, কেন এ হামলা চালানো হলো তা আমি বুঝতে পারছি না। তবে এ বিষয়টি নিজে গিয়ে কোতয়ালী থানায় জানিয়েছি। হামলার প্রত্যক্ষদর্শী পাঁচতাঁরা রেস্তোঁরার মালিক লিটন মিয়া জানান, রাত ১০টার দিকে আমার পাশের পত্রিকার দোকান থেকে সাংবাদিক পান্না বালা বের হওয়া মাত্রই ৪/৫ জন লোক এসে এলোপাতাড়ি তার উপর হামলা চালায়। এসময় আমি সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
(এসডি/এসসি/মে২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test