E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

২০১৪ ডিসেম্বর ২৫ ১৭:২২:৩৫
বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল সভাপতি ও সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার মধ্যরাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। বুধবার বিকেল ৪টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে গোপাল সরকার ও এম.এম আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, পাঠাগার সম্পাদক পদে দেবাশীষ চক্রবর্তী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন (যুগান্তর), কোষাধ্যক্ষ পদে আজকালের প্রকাশক কাজী আল মামুন, সদস্য পদে আজকাল পত্রিকার কাজী মকবুল, আজকের বার্তার জাকির হোসেন, আজকালের মোশারফ হোসেন, নুরুল আলম ফরিদ, সংবাদের মানবেন্দ্র বটব্যাল, আজকের বার্তার জিয়া শাহিন, আজকালের তপংকর চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে আরেফিন তুষার এবং দপ্তর সম্পাদক পদে এম মোফাজ্জেল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

(টিবি/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test