E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব

সভাপতি আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক রনজক রিজভী

২০২৫ এপ্রিল ২১ ২১:১৩:২৪
সভাপতি আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক রনজক রিজভী

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন হৃদ্যতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তবে এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (২০ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় কুষ্টিয়া জেলা সমিতির নিজস্ব ভবনে নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী। প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশীদ শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন।

এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভীও উপস্থিত ছিলেন।নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন প্রক্রিয়া, নতুন কর্মকর্তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু।নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মাহমুদুল কবির চঞ্চল, মোঃ জাহিদুজ্জামান, ওয়াহিদ আহমেদ উজ্জল, জহির মুন্না, সাবিনা ইয়াসমিন।উল্লেখ্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, যা পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।

সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক :
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় অংশগ্রহণকারী ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রয়োজন না থাকাসহ কিছু কারণে বর্তমান নির্বাহী পরিষদের সভায় ২৫ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় সংবর্ধনা এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test