E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

২০২৫ এপ্রিল ১৬ ০০:৪৬:৫৯
কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

স্টাফ রিপোর্টার : কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) আর নেই। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব বলেন, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তাঁর স্বামী। আজ সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাঁকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তাঁর মৃত্যু হয়েছে।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রথম আলোয় প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০–এর বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন।

সৌমিত্র দেবের মৃত্যুতে শোক প্রকাশ করেন শিশু একাডেমির সাবেক মহাপরিচালক আনজীর লিটন। তিনি প্রথম আলোকে বলেন, সৌমিত্র দেব কিশোর বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন প্রগতিশীল মানুষ।

আরেক কবি দিলদার হোসেন বলেন, সৌমিত্রের অকালমৃত্যু হয়েছে। সৌমিত্র পরপোকারী ছিলেন।

গত বছরের ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মারধরের শিকার হয়েছিলেন সাংবাদিক সৌমিত্র দেব। তাঁর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন শোক প্রকাশ করেছে।

১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন সৌমিত্র দেব। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test