E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রবীণ সাংবাদিক স্বপন দত্ত আর নেই    

২০২৫ মার্চ ১৬ ২০:৫৮:০২
প্রবীণ সাংবাদিক স্বপন দত্ত আর নেই    

স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য স্বপন দত্ত (৭৫) আর নেই। গত শনিবার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, কন্যা, জামাতাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের জন্য স্বপন দত্তের মরদেহ আজ রবিবার প্রথমে রাজধানীর গোপীবাগের ভোলাগিরি আশ্রম এবং তারপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে বহু মানুষ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে রবিবারেই ঢাকার লালবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

স্বপন দত্ত ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন স্বজনের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন স্বপন দত্ত। ছিলেন ভোলাগিরি আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test