E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা 

২০২৫ মার্চ ১৩ ১৮:৫৯:৪৫
রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা 

একে আজাদ, রাজবাড়ী : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সিভিল সার্জনের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভিটামিন ‘এ’ প্লাস এর কার্যকারিতা ও বিভিন্ন রোগ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা: নাঈম হাসান।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা: এস এম মাসুদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন সহ জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক।

সিভিল সার্জন ডা: এস এম মাসুদ বলেন, আগামী ১৫ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলায় মোট ১০২৪ টি কেন্দ্রে ১লক্ষ ৪৬ হাজার ২ শত ৩০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন টিকা খাওয়ানো হবে।

(একে/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test