E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১২:২২:২৬
জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‌‌ইউনেস্কো বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।

জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, ৯ম বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সংস্থাটি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরও ঘণীভূত হবে।

প্রদর্শনীর উদ্ধোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test