E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহে মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ সাংবাদিক

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:৪০:০৬
ময়মনসিংহে মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ সাংবাদিক

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৮ জন সাংবাদিক। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি গত রবিবার ভাষা শহীদ আব্দুল জাব্বার মিলনায়তন জেলা পরিষদ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড চেয়ারম্যান, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইদ্রিস খান, সম্পাদক ও প্রকাশক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান, বি এম এস ইউ এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিবলী সাদিক খান ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা সম্পাদক খায়রুল আলম রফিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক আব্দুল মতিন মাসুদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মুঞ্জুরুল হক, ফুলবাড়িয়া, সহ সভাপতি, মোখলেছুর রহমান, নান্দাইল, সহ সভাপতি, রাকিবুল হাসান ফরহাদ, ত্রিশাল, জেলা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, মহানগর শাখার সভাপতি এস এম কে মিজান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ ফাহিম কিবরিয়া। বিভিন্ন ক্যাটাগরিতে এওয়্যর্ড পান এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাসলিমা রত্না, বঙ্গ সংবাদের গোলাম কিবরিয়া পলাশ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক দীপক দে, সাংবাদিক রোকসানা আকতার, সাংবাদিক আব্দুল হাকিম প্রমুখ।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test