E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবনিযুক্ত ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ১৫ ২০:১০:১০
নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবনিযুক্ত ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলায় সদ্য নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নানান ধরনের সমস্যার মধ্যে প্রধান সমস্যা হল শহরের তীব্র যানজট। এটাকে সহনীয় পর্যায়ে আনাই আমার কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্যভাবে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, যানযট নিরসনের পাশাপাশি শহরের হকারদেরকে একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করব, বিশেষ করে যারা ফুটপাতের বাহিরে মূল রাস্তার অনেকাংশ জুড়ে ভ্যানে হকারি করে রাস্তা দখল করে রাখে।

তিনি আরো বলেন, প্রয়োজনে তাদেরকে আত্ন কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি প্রতিটি যানবাহনগুলো যাতে একটি নির্দিষ্ট লেন ব্যবহার করে চলাচল করে সেই দিক বিশেষভাবে গুরুত্বসহকারে প্রাধান্য দেয়া হবে।

এছাড়াও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শীতলক্ষ্য নদীকে দূষণমুক্ত করতে যাবতীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিল্প কারখানার বজ্র নিয়ন্ত্রণ করে নদীকে সুরক্ষায় বিশেষ গুরুত্বের সাথে দেখা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সহ সকল ও জাতীয় পর্যায়ের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীগন উপস্থিত নবনিযুক্ত মান্যবর জেলা প্রশাসক(ডিসি)কে শুভেচ্ছা ও অভিনন্দন সহ জেলার সকল সমস্যাবলী তুলে ধরেন, পাশাপাশি এর সমাধানে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী যাতে দূর্নীতিমুক্ত,মাদক,সন্ত্রাস থেকে রেহাই পেতে সাংবাদিক মহলকে সহায়তা হাত বাড়িয়ে দিতে আহবান জানান। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেচক।তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও এর মতাদর্শকে প্রাধান্য দিয়ে সর্বাত্মক সহায়তার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

(এমএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test