E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দোষীদের শাস্তির দাবি

নড়াইলে সময় টিভির সাংবাদিক সজিবুর রহমানকে কুপিয়ে জখম

২০২৪ ডিসেম্বর ৩১ ১৭:১২:৪৬
নড়াইলে সময় টিভির সাংবাদিক সজিবুর রহমানকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিব রহমান (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত সৈয়দ হান্নান এর ছেলে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিব রহমান মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে যায়। পরে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নড়াইল জেলায় কর্মরত গণমাধ্যমের কর্মীরা। এ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নড়াইল সদর থানা ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test