E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০২৪ ডিসেম্বর ১৫ ১২:৩০:৫৪
টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত- আহত গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের স্মরণ করা হয়েছে।

সভায় উপস্থিত সকল সদস্যগণের সামনে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন এবং আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন উপাস্থাপন করেন কোষাধ্যক্ষ আব্দুর রহিম।

বার্ষিক সাধারণ এ সভায় এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি, আতাউর রহমান আজাদ, সদস্য হাবিব খান, আব্দুল গনি আল রুহী, সহযোগি সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন প্রমুখ ।

পরে প্রধান নির্বাচন কমিশনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনে কোন পদেই প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় জাফর- মওলা প্যানেলের সকলকে বিজয়ী ঘোষণা করেন। সহযোগী কমিশনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন এ সময় উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে নব নির্বাচিত সভাপতি এডভোকেট জাফর আহমেদ টাঙ্গাইলে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ।

(এসএএম/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test