E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সংবাদপত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল’

২০২৪ নভেম্বর ২৪ ১৭:৫৭:৩৫
‘সংবাদপত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল’

মাহমুদ ফজল, মাগুরা : বাংলাদেশ টেলিভিশনের মহা পরিচালক মাহবুব আলম গোরা বলেছেন, কোরআন এর পরে মানুষ এক সময় সত্য হিসেবে সংবাদপত্রকে মনে করতো কিন্তু গত ১৭ বছরে স্বৈরশাসনের সময় অপসাংবাদিকতার কারনে তা ভুলতে বসেছিল দেশের মানুষ। উঠিয়ে নিয়েছিল সংবাদপত্রের উপর থেকে তাদের বিশ্বাস। 

মাগুরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান উদ্বোধন কালে গত শুক্রবার রাতে অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, বাংলাদেশ অবজারভার এর স্টাফ রিপোর্টার শহিদুজ্জামান মোহন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, প্রেসক্লাবের আজীবন সদস্য ড, আলী আফজাল, শরীফ আজিজুল হাসান মোহন, দিপঙ্কর বিশ্বাস বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত মাগুরার ১০ শহীদ ও মাগুরা প্রেসক্লাবের প্রয়াত ৫ সাংবাদিককে মরনোত্তর সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ২৫ বছর পর মাগুরা প্রেসক্লাবের সদস্য পদপ্রাপ্ত ৩১ জন সাংবাদিককে বরণ করা হয়। অনুষ্ঠানে মাগুরার জেলা পর্যায়ের সরকারি বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

(এমএফ/এসপি/নভেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test