E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদ বিএমইউজের

২০২৪ অক্টোবর ২৯ ১৭:১৭:৪৯
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদ বিএমইউজের

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ সহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) এর মুক্তি দাবি করে মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে।

অপরদিকে জাতীয় দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক ও প্রকাশক প্রবীর শিকদারের বিরুদ্ধে ফরিদপুর জেলায় মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়।

এদিকে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি, রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি জানিয়েছে বিএমইউজে।

বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা, ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবি করছি।

এছাড়াও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) সহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি ও আক্রোশ মূলক মামলার ঘটনায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ঘটনার তদন্তের পূর্বে গ্রেপ্তার হয়রানি বন্ধ করাসহ সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন।

(এনআরকে/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test