E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় সাংবাদিকদের মাববন্ধন সমাবেশ

২০২৪ অক্টোবর ২৬ ১৮:৪৭:০৩
নগরকান্দায় সাংবাদিকদের মাববন্ধন সমাবেশ

নগরকান্দা প্রতিনিধি : ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফ শেখ (১৯)। 

এ ঘটনার ১১ বছর পর নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিবসহ ৭৭ জনের নামে আদালতে মামলা করা হয়েছে।

২২ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে নিহত মারুফের মা উপজেলার মিনারগ্রামের ছালেহা বেগম (৫২) বাদী হয়ে মামলাটি করেন।

সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা বলেন, মারুফ হত্যার বিচার দাবি করছি এবং সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলার আসামীর তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিম, তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, দৈনিক খোলা কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি ফয়সাল হোসেন সহ অন্যান্য প্রমুখ।

মানবন্ধন ও সমাবেশে নগরকান্দা প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহন করেন।

(পিবি/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test