E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক ঝুলন দত্ত

২০২৪ অক্টোবর ১৯ ১৪:২০:১৯
জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক ঝুলন দত্ত

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই প্রেস ক্লাবে দুইবারের সফল সাধারণ সম্পাদক , সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক ঝুলন দত্ত জন্মদিন আজ ১৯ অক্টোবর।

জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে।

১৯৭৫ সালের এই দিনে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা কদমতলী ইউনিয়ন বনগ্রাম উত্তর পাড়া গ্রামে ঝুলন দত্ত জন্মগ্রহণ করেন। বাবা মিলন দত্ত ও মা জলি দত্ত ছয় সন্তানের মধ্যে তিনি পঞ্চম। ব্যাক্তিগত জীবনে তার সহধর্মিণী সঙ্গীতা দত্ত, তিনিও পেশায় একজন নৃত্য প্রশিক্ষক।তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা।

সাংবাদিক ঝুলন দত্ত ১৯৯৬ সালের ফেব্রুয়ারী ৫ তারিখে আজাদী সাংস্কৃতিক পাতা কাপ্তাই প্রতিনিধি হিসেবে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর একই বছরের শেষের দিকে তিনি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকা কাজ করেন।

তিনি বর্তমান সংগ্রামে সাথে দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকা, দৈনিক গিরিদর্পন পত্রিকা, সি প্লাস টিভি (অনলাইন) রাঙ্গামাটি বেতারে কাপ্তাই উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

সাংবাদিক ঝুলন দত্ত জানান, তার পছন্দের রং সাদা ও ফুল হাসনা হেনা এবং গোলাপ। খেতে ভালোবাসেন খাসি মাংস, সাদা ভাত ও ইলিশ মাছ। আর অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও গাইতে, গল্প বই পড়তে, তবলা আর হারমোনিয়াম বাজাতে খুব পছন্দ করেন।

(আরএম/এএস/অক্টোবর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test