E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় দুর্নীতির তথ্য জানতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত 

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৭:৪৬:৩৬
ভাঙ্গায় দুর্নীতির তথ্য জানতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত 

সোঃ মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় দুর্নীতির তথ্য জানতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন ভূমি অফিসের। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পেইজে এই ভিডিও ভাইরাল হয়। ২৭ সেকেন্ডের ঐ ভিডিও তে দেখা গেছে কাউলিবেড়া ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তার আব্দুল মান্নান সাংবাদিকদের সাথে কথাকাটি হয় এসময় তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের রুম থেকে বের হয়ে যেতে বলেন। এসময় তিনি বলেন আপনারা ডিসির পারমিশন নিয়ে আসেন। ডিসি আমাকে এখানে রিকোয়েস্ট করে রাখছে আমার চাকরি করার ইচ্ছে নাই।

এই বিষয়ে সাংবাদিক মিরান মাতুব্বর জানান, আমি দুর্নীতির তথ্য পেয়ে বক্তব্য নেওয়ার জন্য ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ভূমি অফিসে যাই তথ্য নেওয়ার জন্য। সেখানকার দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি উপ-সহকরী কর্মকর্তা লাঞ্চিত করেন। আমি এই ঘটনার বিচার চাই।

এই বিষয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান এই প্রতিবেদকে মুঠোফোনে জানান, তার সাথে সাংবাদিকদের সাথে কোন ঘটনা ঘটেনি। সাংবাদিকরা হলো সমাজের দর্পন তারা তাদের মতো কাজ করবে। কোন সমস্যা নেই সাংবাদিক ভাইয়েরা আসবে আপনিও আসবেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদা বলেন, আমি ভিডিও টি দেখেছি। এই ঘটনায় আমার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থ গ্রহণ করবো।

(এমএম/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test