E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শরণখোলা প্রেসক্লাবে সশস্ত্র হামলা, দুই সাংবাদিক আহত

২০২৪ আগস্ট ০৭ ২২:২৯:২৪
শরণখোলা প্রেসক্লাবে সশস্ত্র হামলা, দুই সাংবাদিক আহত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের শরণখোলা উপজেলা সভানেত্রী সাগর আক্তারের উপস্থিতিতে তার দুই ছেলে শামিম হাসান সুজন, সোহাগ ও বিএনপির সমর্থক পদ্মা ডায়গনেস্টিক সেন্টারের মালিক হেলাল তালুকদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী বুধবার রাত ৮টার দিকে সশস্ত্র হামলা চালায়।

হামলাকারীরা শরণখোলা প্রেসক্লাব সভাপতি প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি মহিদুল ইসলামকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় তারা শরণখোলা প্রেসক্লাবে তান্ডব চালিয়ে চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যপটবসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।

এসময় তারা প্রেসক্লাবের আরো ২টি কম্পিউটার ও নির্মান কাজের জন্য রাখা তিন লাখ টাকা লুটে নেয়। এ ঘটনার পর স্থানীয়রাসহ সাংবাদিকরা এসে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাগেরহাট জেলাজুড়ে সাাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আটক করে পুলিশে সোপর্দ ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলটির প্রতি আহবান জানিয়েছেন।

শরণখোলা প্রেসক্লাবে হামলার বিষয়ে বাগেরহাট জেলা জাতিয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহিংসতা না করতে দলীয় নেতাকর্মীদের বার বার নির্দেশনা দিয়েছেন। এরপরেও যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

(এসএসএ/এএস/আগস্ট ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test